কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:৩২ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় জাতীয় সংস্কার জোট 

সভায় জাতীয় সংস্কার জোটের নেতারা। ছবি : কালবেলা
সভায় জাতীয় সংস্কার জোটের নেতারা। ছবি : কালবেলা

জাতীয় সংস্কার জোটের নেতারা বলেছেন, আমরা দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য আমাদের ঘোষিত ১৭ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর বিজয় সরণিতে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদসহ ৩৫টি দল নিয়ে গঠিত জাতীয় সংস্কার জোটে আরও পাঁচটি দল ও একটি জোট যোগদান করে। এগুলোর মধ্যে ড. আসলাম আল মেহেদীর নেতৃত্বাধীন বাংলাদেশ সিটিজেন পার্টি ও সরদার আব্দুস সাত্তারের গণঅধিকার পার্টি অন্যতম।

জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী বলেন, নানা দিক থেকে দেশ এখন ভীষণ সংকটের মুখে। বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে কাড়াকাড়ি করছে। সরকার বিব্রত বোধ করছেন। সরকারের কিছু উপদেষ্টার যোগ্যতা নিয়েও কথা উঠছে। জুলাই বিপ্লবের স্প্রিট নষ্ট হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। মনে হচ্ছে, সরকার তাকিয়ে তাকিয়ে দেখছে, তার কিছুই করার নেই। এটা হতে দেওয়া যায় না। আমরা দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

জোটের সদস্য সচিব ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম বলেন, আমাদের স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ৮ দফা দাবি নিয়ে সরকার তামাশা করছে। দাবি আদায়ে আগামী ১০ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই সরকার আমাদের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।

১৭ দফা দাবিসমূহ হলো—জুলাই ঘোষণাপত্র; পূর্ণাঙ্গ সংস্কার; সকল গণহত্যার বিচার; সংস্কারের পরে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন; তারপর পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন; রাজনৈতিক দলের নিবন্ধন সহজিকরণ; স্বতন্ত্র প্রার্থী হওয়ার সকল বাধা দূর করা; ডিসি-ইউএনও রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়, স্বাধীন শক্তিশালী স্থানীয় সরকার গঠন; প্রবাসীদের ভোটার করা; নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; নারীর নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ইত্যাদি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংস্কার জোটের প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান, জোটের নির্বাহী সমন্বয়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ 

শরীরে নীরব ঘাতক ক্রনিক কিডনি ডিজিজ, জেনে নিন ৮ লক্ষণ

এনজিওর নামে প্রতারণা, আটক ১

কাতারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত জুমা

আসছে চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’ 

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গ্রেপ্তার 

কলাবাগানে পড়ে ছিল লুঙ্গি পেঁচানো যুবকের মরদেহ

এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে অশ্বিনের বিস্ফোরক মন্তব্য

১০

কেউ আত্মহত্যার কথা ভাবছে কি না বুঝবেন যেভাবে

১১

সংসার ভাঙছে মোনালির, গুঞ্জন নাকি সত্যি?

১২

১৭ বছরে ১৪ বার সরকার পতন হয়েছে নেপালে

১৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

১৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ১৪৩

১৫

কাতারে ইসরায়েলি হামলা কি মধ্যপ্রাচ্যের জন্য কোনো সতর্কবার্তা?

১৬

২০২৫ সালের সেরা বিনামূল্যে গান ডাউনলোডার অ্যাপস

১৭

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগরের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ডাকসুর নির্বাচনে ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার

১৯

ডাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

২০
X