ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। নতুন কমিটিতে বিজয় হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ ও সদস্যসচিব পদ পেয়েছেন সাকিব বিশ্বাস।
শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই কমিটি অনুমোদন করেছেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
৫৪ সদস্যবিশিষ্ট বিজয় একাত্তর হল শাখার কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মো. আহসান হাবিব রায়হান, মোস্তাফিজুর রহমান পলাশ, মাহফুজুর রহমান, মুহাম্মদ আরকানুল ইসলাম রূপক, ইয়াসিন আরাফাত বিজয়, ইমতিয়াজ আহমেদ রনি, মো. সোলায়মান হোসেন রবি, আহনাফ আহমেদ রাফি, সাঈদ হাসান সাদ, মোস্তফা আশিক বিল্লাহ শাহী, রাজু আহমেদ, মো. কবিরুল ইসলাম, আশরাফুল ইসলাম আসিফ, ওমর ফারুক ফারাবী, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, এম আল শাহরিয়ার ইসলাম হৃদয়, মো. রাকিবুল হাসান রাকিব, মো. মহিবুর ইসলাম রাহুল, হাসান শিকদার, মো. আসিফ ইকবাল নিলয়, শামীম উসমান, ইকবাল মাহমুদ আবুল আলা মো. রিসালাত, মো. শামীম ওসমান, মো. রিমন হোসেন মন্ডল, মো. শাওন বিশ্বাস, খ. শাহরিয়ার ইসলাম ও মো. নিবিড় খান লোহানী পদ পেয়েছেন।
সদস্য পদে- আসিফ মুরাদ, মো. তাহমিদ মুবিন রাতুল, মেহেদী হাসান জিসান, শাহরিয়ার শিবলু, মো. শাহরিয়ার ইসলাম শুভ, মো. শিহাব উদ্দিন সৈকত, মো. ইমন হোসেন, তাজওয়ার আফতাব রাফিদ, মাজারুল ইসলাম, মাহবুবুর রহমান সোহান, আহমেদ শাহরিয়ার নীড়, মাহমুদুল হাসান, ফরহাদ হাসান বাবু, মো. ফরহাদ আলী, ইমন ইসলাম, আসিফ রায়হান, সাকিব আহমেদ মাহিন, আয়াজ উর রহমান, মাহদী আহসান রাফি, সাদমান বিন শরিফ, হাসিন ইশরাক সাম্য ও তাসাররুফ তুহিন পদ পেয়েছেন।
মন্তব্য করুন