সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁও লিংক রোড পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এ সময় কিছু সময়ের জন্য ওই সড়ক অবরোধ করা হয়।
এর আগে গত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালন করে বিএনপি। ওই হরতাল সফলে সেদিন রাজধানীর উত্তরায় শরিফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করে মহানগর উত্তর যুবদল।
মন্তব্য করুন