মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন বিদেশি গাড়িচালকদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির পরিবহন বিভাগ (জেপিজে)।
সংস্থাটি বলছে, মালয়েশিয়ার রাস্তায় বিদেশিদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়িচালকের সংখ্যা অনেক, যা উদ্বেগজনক।
জেপিজে সিনিয়র এনফোর্সমেন্ট পরিচালক দাতুক লোকমান জামান বলেন, এনফোর্সমেন্ট টিম বর্তমানে রাস্তার অবরোধের সময় লাইসেন্সবিহীন বিদেশি গাড়িচালকদের সন্ধান শুরু করেছে। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সধারী বিদেশিদের আমাদের রাস্তায় অনুমতি দেওয়া হয়, তবে বৈধ কাগজপত্র ছাড়াই চালকদের জন্য আমরা উদ্বিগ্ন।
মালাক্কার জেপিজে পরিচালক মুহাম্মদ ফিরদৌস শরীফ বলেন, বৈধ লাইসেন্স ছাড়াই এখানে বিপুলসংখ্যক রোহিঙ্গা গাড়ি চালান, যে বিষয়টি উদ্বেগজনক।
তিনি বলেন, চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত লাইসেন্স ছাড়া রাস্তায় চলার কারণে ৬৩ জনের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পরিচালক দাতুক লোকমান বলেন, জেপিজে মোটরসাইকেলের ওপর বিশেষ অভিযান চালাচ্ছে, যা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে। অভিযান শেষে অবৈধ লাইসেন্সধারী বিদেশিদের পরিসংখ্যান পাওয়া যাবে।
তিনি বলেন, জেপিজে দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চলাকালীন ১ লাখ ৪০ হাজার ৫৪৪টি মোটরসাইকেল যাচাই করেছে, যেখানে বিভিন্ন অপরাধের জন্য ৬৪ হাজার ২৯৫টি মামলা দেওয়া হয়েছে। অভিযানের সময়ে পরিদর্শন করা মোটরসাইকেলচালকদের মধ্যে ৪৬ শতাংশ সড়ক নিরাপত্তা বিধি মেনে চলতে ব্যর্থ হয়েছে।
দাতুক লোকমান বলেন, মোটরসাইকেল চালকদের মধ্যে ২৪ হাজার ৪৫৯ জনের কোনো বিমা কভারেজ ছিল না। ১৯ হাজার ৯২৮ জনের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছিল না এবং ৪ হাজার ৬১ জনের ট্র্যাফিক সিগনাল অমান্য এবং ২৫৯টি চালকের ক্ষেত্রে অনুমোদিত বয়সসীমা কম ছিল। এ ছাড়া অভিযানে ৩ হাজার ১১১টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সচেতনতা তৈরি করা এবং মোটরসাইকেল চালকদের মধ্যে মৃত্যুর সংখ্যা কমানো।
মন্তব্য করুন