স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘হাইব্রিড মডেল’ না মানলে পাকিস্তান থেকে সরানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফি!

চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো পাকিস্তানে আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির। তবে প্রতিবেশী ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে আসতে না চাইলে এবং পাকিস্তান হাইব্রিড মডেল না মানলে টুর্নামেন্টটি পুরোপুরি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর হতে পারে বলে জানা গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে, ভারতীয় দলের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের মাধ্যমে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি চালানো যেতে পারে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসিকে জানিয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না। এ নিয়ে পাকিস্তানে তুমুল আলোচনা চলছে এবং পাকিস্তানের ক্রিকেট মহল থেকে দাবি উঠেছে, ভারত না দল দিলে পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না।

পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনায় তারা এখনো আগ্রহী নন। নকভি বলেন, ‘আজ পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমরা এমন মডেল নিয়ে আলোচনা করতে প্রস্তুত নই।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর সূত্রে জানা গেছে, পাকিস্তান সরকার পরিস্থিতি বিবেচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের পুরুষ দলকে প্রত্যাহার করার বিষয়েও ভাবনা-চিন্তা করছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আইসিসি অবশ্য পিসিবিকে আশ্বস্ত করেছে, যদি তারা হাইব্রিড মডেলে রাজি হয়, তবে পাকিস্তান পূর্ণ হোস্টিং ফি পাবে এবং টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। তবে, পিসিবি যদি এই মডেলে সম্মতি না জানায়, তাহলে দক্ষিণ আফ্রিকা পুরো টুর্নামেন্টের আয়োজন করতে পারে বলে পিটিআই জানিয়েছে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, পিসিবি এবং পাকিস্তান সরকার কী সিদ্ধান্ত নেয় এবং দক্ষিণ এশিয়ার এই দুই ক্রিকেট শক্তির মধ্যে উত্তেজনা কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎকে প্রভাবিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল হাদি : মান্না

ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না : আমান

কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

গ্রাহকদের ‘দুঃসংবাদ’ দিল তিতাস গ্যাস

ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদিকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থে‌কে পদত্যাগের ঘোষণা যুথির

জামালপুরে রেলপথ অবরোধ

অপরিকল্পিত বেড়িবাঁধে খোলা আকাশের নিচে দুই শতাধিক পরিবার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

এনসিএসএর বিশেষ সেল গঠন

১০

হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

১২

তাইওয়ান প্রণালিতে উত্তেজনা

১৩

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ওসমান হাদির আত্মার শান্তি কামনায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

১৫

ওসমান হাদির নিজ জেলায় সড়ক অবরোধ

১৬

বাংলাদেশের বিপক্ষে দুই ভাগে সিরিজ খেলবে পাকিস্তান

১৭

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

১৮

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা দেবেন না : ডাকসু নেত্রী জুমা

১৯

কমিউনিটি সেন্টারে মিলল আগুনে পোড়া অজ্ঞাত মরদেহ

২০
X