স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘হাইব্রিড মডেল’ না মানলে পাকিস্তান থেকে সরানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফি!

চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো পাকিস্তানে আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির। তবে প্রতিবেশী ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে আসতে না চাইলে এবং পাকিস্তান হাইব্রিড মডেল না মানলে টুর্নামেন্টটি পুরোপুরি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর হতে পারে বলে জানা গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে, ভারতীয় দলের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের মাধ্যমে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি চালানো যেতে পারে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসিকে জানিয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না। এ নিয়ে পাকিস্তানে তুমুল আলোচনা চলছে এবং পাকিস্তানের ক্রিকেট মহল থেকে দাবি উঠেছে, ভারত না দল দিলে পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না।

পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনায় তারা এখনো আগ্রহী নন। নকভি বলেন, ‘আজ পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমরা এমন মডেল নিয়ে আলোচনা করতে প্রস্তুত নই।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর সূত্রে জানা গেছে, পাকিস্তান সরকার পরিস্থিতি বিবেচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের পুরুষ দলকে প্রত্যাহার করার বিষয়েও ভাবনা-চিন্তা করছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আইসিসি অবশ্য পিসিবিকে আশ্বস্ত করেছে, যদি তারা হাইব্রিড মডেলে রাজি হয়, তবে পাকিস্তান পূর্ণ হোস্টিং ফি পাবে এবং টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। তবে, পিসিবি যদি এই মডেলে সম্মতি না জানায়, তাহলে দক্ষিণ আফ্রিকা পুরো টুর্নামেন্টের আয়োজন করতে পারে বলে পিটিআই জানিয়েছে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, পিসিবি এবং পাকিস্তান সরকার কী সিদ্ধান্ত নেয় এবং দক্ষিণ এশিয়ার এই দুই ক্রিকেট শক্তির মধ্যে উত্তেজনা কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎকে প্রভাবিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা শিক্ষার জন্য নতুন কাঠামোর আহ্বান আন্তর্জাতিক প্রতিনিধিদলের

কেন ক্যাটরিনাকে ভুলতে পারছেন না অক্ষয়?

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

পরিচয় মিলেছে নিহত ৫ জনের

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত

অস্ত্র উদ্ধারে ৫ লাখ, গুলি জমা দিলে ৫০০ টাকা পুরস্কার ঘোষণা

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের

আ.লীগের কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা 

কাঠগড়ায় বসার টুল চেয়েও পেলেন না নাসার নজরুল, চেহারায় হতাশা 

১০

দাসদের খাবার থেকে রাজকীয় রান্নায়, কতটা উপকারী এই ছোট্ট সাদা কোয়া?

১১

সমালোচনার পর যে বার্তা দিলেন সর্ব মিত্র চাকমা

১২

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি

১৩

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

১৪

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়ত পরিষদের

১৫

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

১৬

যে আসনে লড়বেন জোনায়েদ সাকি

১৭

শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৮

কবে অবসর নেবেন, প্রশ্নের উত্তরে যা জানালেন রোনালদো

১৯

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

২০
X