স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বুমরাহর বোলিং তোপের পর মেলবোর্নে লায়ন-বোলান্ডের প্রতিরোধ

শেষ উইকেট জুটিতে দুর্দান্ত খেলেছেন লায়ন-বোলান্ড। ছবি : সংগৃহীত
শেষ উইকেট জুটিতে দুর্দান্ত খেলেছেন লায়ন-বোলান্ড। ছবি : সংগৃহীত

বর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে নাটকীয়তা এবং রোমাঞ্চের কোনো কমতি ছিল না। ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা। টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি, তাও গড় ২০-এর নিচে । আরেক পেসার মোহাম্মদ সিরাজও প্রথম ইনিংসের ছন্দহীনতা কাটিয়ে চমৎকার বল করে তিনটি উইকেট দখল করেছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ভাগ্যের সহায়তায় নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে দলের অবস্থান দৃঢ় করেছেন।

এদিকে দিন শেষে অস্ট্রেলিয়ার ৩৩৩ রানের লিড নেওয়ার পথে শেষ উইকেট জুটিতে নাথান লায়ন (৪১* রান, ৫৪ বল) এবং স্কট বোল্যান্ড (১০* রান, ৬৫ বল) ভারতীয় বোলারদের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়েছেন।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং আক্রমণে বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ইনিংসে ২৮.৪ ওভার বল করা এই পেসার দ্বিতীয় ইনিংসে বল করেছেন আরও ২৪ ওভার। তার দুর্দান্ত স্পেলে চারটি উইকেট শিকার করেন, যা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেয়।

দিনের শুরুতেই তিনি স্যাম কনস্টাসকে আউট করে ভারতকে স্বপ্নের সূচনা এনে দেন। এরপর আকাশ দীপের সঙ্গে বোলিংয়ে ভাগ্য সহায় না থাকলেও তারা অসাধারণ লাইন-লেন্থে বল করে যান।

প্রথম ইনিংসে হতাশাজনক পারফরম্যান্সের পর সিরাজ দারুণভাবে ফিরে আসেন। উসমান খাজাকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটির ইতি টানেন তিনি। লাঞ্চের পর সিরাজ ও বুমরাহ মিলে ২২ বলের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড দ্রুত সাজঘরে ফেরার পর বুমরাহ ২০০তম উইকেট শিকার করেন মিচেল মার্শকে আউট করে। এরপর অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন তিনি।

এদিকে অজিদের হয়ে মার্নাস লাবুশেনের ইনিংস ছিল গুরুত্বপূর্ণ। দুইবার ক্যাচ মিস এবং অনেকবার জীবন পেয়ে তিনি ৭০ রান করেন। তবে সিরাজের একটি এলবিডব্লিউতে থামে তার ইনিংস।

অস্ট্রেলিয়া যখন ১৭৩ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন নাথান লায়ন এবং স্কট বোল্যান্ড দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। তারা শেষ উইকেট জুটিতে ২৫ ওভার ব্যাট করে লিড ৩০০ রানের ওপারে নিয়ে যান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২২৮/৯ (মার্নাস লাবুশেন ৭০; জাসপ্রিত বুমরাহ ৪/৫৬, মোহাম্মদ সিরাজ ৩/৬৬)

ভারত: ৩৬৯ (নিতীশ রেড্ডি ১১৪, ইয়াশস্বী জয়সওয়াল ৮২, ওয়াশিংটন সুন্দর ৫০; স্কট বোল্যান্ড ৩/৫৭, প্যাট কামিন্স ৩/৮৯, নাথান লায়ন ৩/৯৬)

অস্ট্রেলিয়া লিড: ৩৩৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৩০ কিমি যানজট

কেইনের অপেক্ষা ১৫ বছরের, মেসি-রোনালদোর লেগেছিল কতো?

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

স্বতন্ত্র ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ গঠনের প্রস্তাব সংস্কার কমিশনের

হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা

অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর 

বাজারে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানির লক্ষ্যমাত্রা ৭০ টন

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ.লীগ নেতা

হাসপাতাল নিজেই অসুস্থ

১০

পালানোর সময় পুলিশকে গুলি করার চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

১১

ঈদুল আজহা কবে জানাল আমিরাত

১২

স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের ব্যবসা

১৩

উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৪

মিজানুর রহমান সোহেলের ‘জিরো টাকায় বিজনেস’ বইয়ের প্রি-অর্ডার শুরু 

১৫

করিডোরের উদ্যোকে ইতিবাচক মনে করে ইইউ 

১৬

আম কুড়াতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু

১৭

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব / চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

১৮

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

১৯

গাজায় নিহত ৪০ ফিলিস্তিনি / বিমান হামলার পর স্থল অভিযানেও নামছে ইসরায়েল

২০
X