স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর কণ্ঠে নতুন কিছু দেখানোর বার্তা

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনের মঞ্চে নাজমুল হোসেন শান্ত এখন আর নতুন মুখ নন। প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের নেতৃত্বে থাকা এই ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনের মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আবারো সেই ভূমিকায়। তবে কতদিন থাকবেন এই দায়িত্বে, তা নিয়ে তার বক্তব্য, ‘এ সিরিজ পর্যন্তই আছি আপাতত।’

সিলেটে শনিবার শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ, যা প্রায় চার বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত অকপটে বললেন, ‘এত বছর টেস্ট খেলার পরও যখন সংস্কৃতি নিয়ে আলোচনা করতে হয়, সেটা কষ্টদায়ক।’ তবে গত এক বছরে কিছু ইতিবাচক দিক তুলে ধরেন তিনি—‘আমরা ১২টা টেস্ট খেলে ৪টি জিতেছি, সবগুলোই বড় দলের বিপক্ষে।’

পাকিস্তানে দুটি, ওয়েস্ট ইন্ডিজে একটি এবং গত বছর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় স্মরণ করিয়ে দিয়ে শান্ত জানান, নতুন কোচের আগমনের পর থেকে টেস্ট দল নিয়ে ভাবনার ধারা বদলেছে। তার ভাষায়, ‘কোচের নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমাদের সাথেও সেগুলো ভাগ করে নিয়েছেন। আমরা খেলোয়াড়রাও মত দিয়েছি। আশা করি, এ বছর পাঁচ-ছয়টি টেস্টে নতুন কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ।’

‘নতুন’ বলতে কী বোঝাতে চাচ্ছেন—এই প্রশ্নে শান্ত বলেন, ‘আমরা এখন থেকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলতে চাই। কোনো স্বার্থান্বেষী ক্রিকেট খেলার জায়গা নেই এখানে। আমরা চাই খেলোয়াড়েরা জয়ের মানসিকতা নিয়ে প্রস্তুত হোক। ম্যানেজমেন্ট ও বোর্ড থেকেও সহযোগিতা দরকার।’

তিনি আরও যোগ করেন, গত দুই দশকে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সের উন্নতি খুব একটা হয়নি। তাই পরিবর্তনের কথা ভাবছেন, ‘আমরা বিশ্বাস করি কিছু জায়গায় পরিবর্তন আনা দরকার। এই বদলই আমাদের সামনে এগিয়ে নিতে পারে।’

শুধু কৌশল নয়, মাঠে শরীরী ভাষার মধ্যেও আক্রমণাত্মক মনোভাব দরকার বলে মনে করেন শান্ত, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সময় দলের বডি ল্যাঙ্গুয়েজ ছিল চাঙা, জয়ের ক্ষুধায় ভরা। এটা ধরে রাখতে হবে প্রতিটি ম্যাচে।’

সার্বিকভাবে শান্তর কথায় ফুটে উঠেছে একটি নতুন পথচলার বার্তা—যেখানে লক্ষ্য শুধু জয় নয়, টেস্ট ক্রিকেটে এক শক্তিশালী পরিচয় গড়ার প্রত্যয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

লাল নাকি সবুজ আপেল, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

ধুঁকতে থাকা রিয়ালের জন্য নতুন দুশ্চিন্তা

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

টাকার সঙ্গে ঘুষ নিলেন হাঁস

ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল : ড. কাইয়ুম

১০

চসিক কার্যালয় পরিদর্শনে চীনের উহু সিটির মেয়র

১১

রুপাজয়ী খই খইয়ের স্বপ্ন এখন অলিম্পিক

১২

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

১৩

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

১৪

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

১৫

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

১৬

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

১৭

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

১৮

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১৯

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

২০
X