ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল জুলাই ২০২৫-এর জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজেই ব্যাট হাতে এবং নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গিল পেয়েছেন এই সম্মান, যেখানে তিনি পিছনে ফেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি নামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে ভারত। এই সিরিজেই গিলের ব্যাট থেকে এসেছে মোট ৭৫৪ রান—টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ, কেবল ১৯৩৬-৩৭ অ্যাশেজে অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের ৮১০ রানের নিচে। জুলাই মাসে তিন টেস্টে তার সংগ্রহ ৫৬৭ রান, গড়ে ৯৪.৫০, যেখানে ছিল এক ডাবল সেঞ্চুরি ও দুই সেঞ্চুরি।
বিরাট রেকর্ড গড়া এই সিরিজে গিল প্রথমবারের মতো সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডে, এরপর বার্মিংহামে ২৬৮ রানের ম্যারাথন ইনিংস এবং এজবাস্টনে ১৬১ রানের ঝলমলে সেঞ্চুরি খেলেন। শুধু তাই নয়, এজবাস্টনে তার দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ, এবং কোনো সফরকারী ব্যাটসম্যানের ক্ষেত্রে সর্বোচ্চ। একইসঙ্গে তিনি হয়ে গেছেন সেঞ্চুরিয়ান সহ সেনা (SENA) দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) এক টেস্ট সিরিজে ৭০০+ রান করা প্রথম এশীয় ব্যাটসম্যান।
পুরস্কার জয়ের পর গিল বলেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি, আর এটা আমার জন্য আরও বিশেষ কারণ এসেছে আমার প্রথম টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে। বার্মিংহামের ডাবল সেঞ্চুরি আমি সারাজীবন মনে রাখব। সিরিজটা আমার জন্য শেখার অভিজ্ঞতা, আর দুই দলেরই পারফরম্যান্স ছিল অসাধারণ। সতীর্থদের ধন্যবাদ, যারা পুরো সিরিজে পাশে ছিল। আশা করি সামনের দিনগুলোতেও দেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারব।’
ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে শুভমান গিল জানিয়ে দিলেন—ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ তার হাতে নিরাপদ।
মন্তব্য করুন