

বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৭১ রান প্রয়োজন লিটন দাসের। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ, যেখানে রয়েছেন লিটনও।
২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লিটনের। অভিষেক টেস্টে একবার ব্যাট করার সুযোগ পান তিনি। ৪৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন লিটন।
এ পর্যন্ত দেশের হয়ে ৫০ টেস্ট খেলেছেন লিটন। ৪ সেঞ্চুরি ও ১৮ হাফ-সেঞ্চুরিতে ৩৪.০৫ গড়ে ২৯২৯ রান করেছেন তিনি।
বাংলাদেশের হয়ে পাঁচ ব্যাটার টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (৯৮ টেস্টে ৬৩২৮ রান), তামিম ইকবাল (৭০ টেস্টে ৫১৩৪ রান), মুমিনুল হক (৭৩ টেস্টে ৪৬২৭ রান), সাকিব আল হাসান (৭১ টেস্টে ৪৬০৯ রান) এবং হাবিবুল বাশার (৫০ টেস্টে ৩০২৬ রান)।
মন্তব্য করুন