স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালে বাংলাদেশের ফুটবল : ব্যস্ত সূচিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বছর। পুরুষ ও নারী বিভাগে এশিয়ান কাপ বাছাই থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ, ফিফা উইন্ডো ম্যাচ এবং জুনিয়র পর্যায়ের টুর্নামেন্ট নিয়ে সাজানো রয়েছে বাংলাদেশের ফুটবল ক্যালেন্ডার।

নারী ফুটবলের সূচি

নতুন বছরের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম শুরু হবে নারী ফুটবল দিয়ে। ফেব্রুয়ারি মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশ তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সম্মতি এখনো মেলেনি। প্রয়োজনে অন্য দেশকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

মার্চ এবং মে মাসেও রয়েছে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ। এরপর ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ বাছাই। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে।

জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জুলাই মাসে এবং এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই আগস্টে অনুষ্ঠিত হবে। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সাফ এবং এএফসি বাছাইও রয়েছে এই বছরে।

পুরুষ ফুটবলের সূচি

পুরুষ ফুটবলের ব্যস্ততা শুরু হবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে। এই ম্যাচটি ভারতের মাঠে অনুষ্ঠিত হবে, যা আরও বেশি আকর্ষণীয় হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য।

পুরো বছরে এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ দল। এর মধ্যে তিনটি ম্যাচ হোম ভেন্যুতে এবং দুটি অ্যাওয়ে। বাছাইয়ের পাশাপাশি সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের সুযোগও রয়েছে।

বছরের অন্যতম আকর্ষণ হবে সাফ চ্যাম্পিয়নশিপ, যা জুন থেকে জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্টের আয়োজন হবে।

জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-১৯ এবং এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও রয়েছে।

প্রত্যাশা ও সম্ভাবনা

২০২৫ সালটি বাংলাদেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং। নারী ও পুরুষ উভয় দলের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সাফ চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য থাকবে।

জুনিয়র পর্যায়ের সাফল্য আগামী দিনের ফুটবলের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। পরিকল্পিত প্রস্তুতি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫ সাল বাংলাদেশের ফুটবলে আরও এক নতুন অধ্যায় যোগ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

এপ্রিলে রিউমর স্ক্যানারের অনুসন্ধান / সবচেয়ে বেশি অপতথ্য প্রচারের শিকার যে রাজনৈতিক দল

জামায়াতকে হুমকি, সেই বিএনপি নেতাকে শোকজ

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কত?

নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা

১০

শ্রমিকদলের সমাবেশে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর ব্যাপক অংশগ্রহণ

১১

রিউমর স্ক্যানারের অনুসন্ধান / ড. ইউনূসকে নিয়ে সর্বোচ্চ ভুল তথ্য প্রচার এপ্রিলে

১২

স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীকে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি

১৩

পাঁচ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত তামিম গ্রেপ্তার

১৪

মে দিবসের র‍্যালিতে শ্রমিকদের দুগ্রুপের মারামারি

১৫

এএসপি পদে বিবাহিতদের নিয়োগ না করার প্রস্তাব

১৬

কোন প্ল্যাটফর্মে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, জানাল রিউমর স্ক্যানার

১৭

ওয়ার্ড সম্মেলনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৮

ধান আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২০
X