শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালে বাংলাদেশের ফুটবল : ব্যস্ত সূচিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বছর। পুরুষ ও নারী বিভাগে এশিয়ান কাপ বাছাই থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ, ফিফা উইন্ডো ম্যাচ এবং জুনিয়র পর্যায়ের টুর্নামেন্ট নিয়ে সাজানো রয়েছে বাংলাদেশের ফুটবল ক্যালেন্ডার।

নারী ফুটবলের সূচি

নতুন বছরের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম শুরু হবে নারী ফুটবল দিয়ে। ফেব্রুয়ারি মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশ তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সম্মতি এখনো মেলেনি। প্রয়োজনে অন্য দেশকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

মার্চ এবং মে মাসেও রয়েছে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ। এরপর ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ বাছাই। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে।

জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জুলাই মাসে এবং এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই আগস্টে অনুষ্ঠিত হবে। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সাফ এবং এএফসি বাছাইও রয়েছে এই বছরে।

পুরুষ ফুটবলের সূচি

পুরুষ ফুটবলের ব্যস্ততা শুরু হবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে। এই ম্যাচটি ভারতের মাঠে অনুষ্ঠিত হবে, যা আরও বেশি আকর্ষণীয় হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য।

পুরো বছরে এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ দল। এর মধ্যে তিনটি ম্যাচ হোম ভেন্যুতে এবং দুটি অ্যাওয়ে। বাছাইয়ের পাশাপাশি সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের সুযোগও রয়েছে।

বছরের অন্যতম আকর্ষণ হবে সাফ চ্যাম্পিয়নশিপ, যা জুন থেকে জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্টের আয়োজন হবে।

জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-১৯ এবং এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও রয়েছে।

প্রত্যাশা ও সম্ভাবনা

২০২৫ সালটি বাংলাদেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং। নারী ও পুরুষ উভয় দলের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সাফ চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য থাকবে।

জুনিয়র পর্যায়ের সাফল্য আগামী দিনের ফুটবলের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। পরিকল্পিত প্রস্তুতি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫ সাল বাংলাদেশের ফুটবলে আরও এক নতুন অধ্যায় যোগ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১০

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১১

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১২

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১৩

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৪

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৫

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৬

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৭

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৮

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৯

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

২০
X