শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসির নতুন মাইলফলক: ৩৬ দেশের জালে গোল

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি মানেই রেকর্ড ভাঙা-গড়ার অবিচ্ছেদ্য গল্প। বৃহস্পতিবার রাতে ইন্টার মিয়ামির হয়ে তিনি আরও একটি রেকর্ড যুক্ত করলেন নিজের ক্যারিয়ারে। জামাইকার মাটিতে ক্যাভালিয়ারের বিপক্ষে গোল করে নতুন একটি দেশকে সংযোজন করলেন সেই তালিকায়, যেখানে তিনি গোলের স্বাদ পেয়েছেন।

এখন পর্যন্ত ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি ৩৬টি ভিন্ন দেশের মাটিতে গোল করেছেন। এই পরিসংখ্যানে তার ক্লাব এবং জাতীয় দলের হয়ে করা সব গোল অন্তর্ভুক্ত রয়েছে।

এই তালিকায় শীর্ষে রয়েছে স্পেন, যেখানে মেসি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনার হয়ে। স্পেনের মাঠে তিনি করেছেন ৫৪৯ গোল, যা তার মোট ৮৫৩ গোলের প্রায় ৬৫%।

দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইন্টার মিয়ামির হয়ে খেলতে এসে এবং আগের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি এখন পর্যন্ত ৫৫ গোল করেছেন। বিশেষ করে, ২০১৬ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অনন্য।

তৃতীয় স্থানে রয়েছে তার মাতৃভূমি আর্জেন্টিনা, যেখানে শুধুমাত্র জাতীয় দলের হয়ে খেলেই তিনি ৩৫টি গোল করেছেন। যদিও কোনো আর্জেন্টাইন ক্লাবে তার খেলা হয়নি, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০১১ কোপা আমেরিকার মতো প্রতিযোগিতায় নিজের জাত চেনানোর সুযোগ পেয়েছেন।

বার্সেলোনার পর ফ্রান্সের পিএসজিতে দুই বছর খেলেছিলেন মেসি। যদিও সময়টা তার জন্য খুব সুখকর ছিল না, তবে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। ফরাসি লিগে তার নামের পাশে যোগ হয়েছে ৩৪ গোল।

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও মেসি বিশ্বের নানা প্রান্তে আলো ছড়িয়েছেন। ব্রাজিলে তিনি করেছেন ৯ গোল, যা কোপা আমেরিকা ও বিশ্বকাপের ম্যাচগুলোতে এসেছে। একই সংখ্যক গোল তার রয়েছে ইংল্যান্ডের মাঠেও।

বিশেষ এক স্থান দখল করে আছে কাতার। ২০২২ বিশ্বকাপের স্মরণীয় শিরোপা জয়ের আসরেই সেখানে মেসি ৭টি গোল করেন, যা তার মোট ৮ গোলের মধ্যে অন্যতম।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এই গোলের তালিকায় কিছু দেশ আছে, যেখানে মেসি একবারই গোল করেছেন। সর্বশেষ সংযোজন হলো জামাইকা, যেখানে ক্যাভালিয়ারের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে গোল করে ৩৬ নম্বর দেশ হিসেবে যুক্ত করলেন ক্যারিবীয় দ্বীপটিকে।

জামাইকার পাশাপাশি ডেনমার্ক, গ্রিস ও চীনের মাঠেও একবার করে গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসির ক্যারিয়ার যে শেষ প্রান্তে চলে এসেছে, তা হয়তো সত্যি। তবে তার গোলের ক্ষুধা এখনো মেটেনি। নতুন দেশে নতুন মাইলফলক গড়ার যাত্রা থামবে না বলেই মনে হয়। প্রশ্ন একটাই—এরপর কোন দেশে মেসির জাদু দেখা যাবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর পাড়ে বালুর ব্যবসা, বিপন্ন পরিবেশ-প্রকৃতি

চলনবিলের আয়তন কমেছে এক হাজার বর্গকিলোমিটার!

বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী দল : প্রিন্স

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্রে বাড়ছে আতঙ্ক

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

শ্রমিকরাই দেশের উন্নয়নের মেরুদণ্ড : শেখ বাবলু

‘আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে’

এমএ আজিজ স্টেডিয়াম নিয়ে বিশৃঙ্খলা

‘রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করুন’

ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

ফিদের স্বীকৃতি পেলেন ওয়াদিফা

১১

নিরুত্তাপ লিগ শিরোপা তিতাস ক্লাবের

১২

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

১৩

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

১৪

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ যুবক আটক

১৫

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না : রহমাতুল্লাহ

১৬

প্রথম শিরোপার আরও কাছে মোহামেডান

১৭

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি

১৮

যশোরে ‘মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ’ সন্দেহে অনুসন্ধান

১৯

নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর শ্রমিকরা : শিমুল বিশ্বাস

২০
X