স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুস-এমবাপ্পেদের ডিফেন্সে মনোযোগী হতে বললেন জাবি

ভিনি-এমবাপ্পেদের ডিফেন্সে মনোযোগ দিতে বললেন আলোনসো। ছবি : সংগৃহীত
ভিনি-এমবাপ্পেদের ডিফেন্সে মনোযোগ দিতে বললেন আলোনসো। ছবি : সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের মুখোমুখি হওয়ার আগে দলের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে মাঠে রক্ষণাত্মক দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো।

এখন পর্যন্ত দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে ভালো অবস্থানে রয়েছে রিয়াল। প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র ও দ্বিতীয় ম্যাচে পাচুকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় ওঠার দারুণ সম্ভাবনা তৈরি করেছে তারা। তবে বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে সালজবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণে সবাইকে সমান দায়িত্ব নেওয়ার ওপর জোর দিয়েছেন আলোনসো।

সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘আমাদের সবাইকে রক্ষা করতে হবে—মাঠের ১১ জনকেই। আমাদের রক্ষণ, আমাদের প্রেসিং কৌশল—সবকিছুতে ভিনি, জুড (বেলিংহ্যাম), ফেদে (ভালভার্দে), কিলিয়ান—সবাইকে জড়িত থাকতে হবে। যত কাছাকাছি থাকব, স্পেস যত কম থাকবে, তত ভালো। এটা নিয়ে আমরা কাজ করছি। ভিনিসিয়ুসও।’

আনচেলত্তির সময় থেকেই ভিনিসিয়ুস ও এমবাপ্পেকে বল ছাড়া সময়টাতে দায়সারা মনোভাবের জন্য কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার নতুন কোচ আলোনসো সেই জায়গাটাকেই তুলে ধরেছেন সামনে।

এদিকে সালজবুর্গ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে রিয়াল। তখন সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা দিতে পারে ম্যানচেস্টার সিটি, যারা আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও আলোনসো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ কে হতে পারে, সে চিন্তায় পড়ে ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই।

‘জেতার চিন্তা না করা মোটেও ভালো বার্তা নয়। সেটা একটা ধোঁয়াটে লক্ষ্য স্থির করা। আমি জানি, ড্র কীভাবে সাজানো হয়েছে; কিন্তু আমরা জিততেই মাঠে নামব,’ বলেন আলোনসো।

এদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে পাচুকা ম্যাচে একবারও মাঠে নামাননি আলোনসো, যা তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়িয়েছে। তবে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন মাদ্রিদ কোচ।

‘ওর মনোভাব ভালো, বেশ উজ্জীবিত। পাচুকা ম্যাচে না খেলানো ছিল কেবল টেকনিক্যাল সিদ্ধান্ত। সে এখনো আমাদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, এবং আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,’ বলেন তিনি।

একই সঙ্গে আলোনসো প্রশংসা করেছেন ক্লাব বিশ্বকাপে অন্যান্য কনফেডারেশনের দলগুলোরও। ইউরোপ ছাড়া অন্যান্য অঞ্চলের ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা দেখেও মুগ্ধ রিয়াল কোচ।

‘রিভারপ্লেট, ব্রাজিলিয়ান ক্লাবগুলো—দারুণ মানের ফুটবল খেলছে। ইউরোপের বাইরে এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা ফুটবলের জন্য খুবই ভালো,’ বলেন তিনি।

সালজবুর্গ ম্যাচে জয় কিংবা ড্র—দুই পথেই রিয়ালের নকআউট নিশ্চিত হলেও, আলোনসো জানিয়ে দিয়েছেন, মাদ্রিদ শুধু জয়ের জন্যই মাঠে নামবে। কারণ এই ক্লাবের সংস্কৃতি শুধু জয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

১০

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১১

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১২

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১৩

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

১৪

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১৫

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১৬

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১৭

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৮

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৯

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

২০
X