ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবার এই পুরস্কার জিতলেন ৩৬ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক। তবে পুরস্কার জিতলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন এই ফুটবল মহাতারকা।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকা মেসির নাম ঘোষণা করেন ফরাসি কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের কারণে গতবারের বর্ষসেরা পুরস্কার উঠেছিল লিওনেল মেসির হাতে। পুরস্কারটি জয়ের বিবেচিত সময়ে ৩২ ম্যাচে ২৪ গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের পুরস্কার জয়ের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেয় ফিফা।
ফুটবল নিয়ে ব্যাঙ্গরস করা পেজ ‘ট্রল ফুটবল’ মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে। যেখানে পেজটি মজা করে লিখেছে, ‘২০২২ বিশ্বকাপ জেতার জন্য ২০৪৮ সালে ৬০ বছর বয়সেও ফিফা ব্যালন ডি’অর ও দ্য বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার পাবেন মেসি।’
The year is 2048, 60 year old Messi has won the Fifa Best and Ballon d'Or for the World Cup he won in 2022 pic.twitter.com/q6FDLqx2TI
— Troll Football (@TrollFootball) January 15, 2024সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ফুটবল সমর্থক লিখেছেন, ‘আর্লিং হলান্ড যদি ২০২২ সালে বিশ্বকাপ পেতেন এবং মেসি ট্রেবল শিরোপা জয় করতেন। তাহলে কে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট উভয় অ্যাওয়ার্ড পেতেন?’
If Erling Haaland had won the World Cup with Norway in December 2022 while Messi won the treble, who would have won both the Ballon dOr and The Best Awards? — Usher Komugisha (@UsherKomugisha) January 15, 2024
সাবেক টুইটারে আরেক সমর্থক লিখেছেন, ‘লিওনেল মেসি ২০২৩ সালের জন্য ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন। খুব অদ্ভুত সিদ্ধান্ত! হলান্ডের বর্ষসেরা পুরস্কার পাওয়া উচিত ছিল।’
মন্তব্য করুন