স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকো জিতে লিগ শিরোপার কাছে রিয়াল

জয়সূচক গোলের পর বেলিংহাম। ছবি : সংগৃহীত
জয়সূচক গোলের পর বেলিংহাম। ছবি : সংগৃহীত

এবারের লা লিগা মৌসুমের ‍শুরু থেকেই রীতিমতো ঝড় তুলেছিলেন এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ এ যোগ দেওয়া ইংলিশ তারকা জুড বেলিংহাম। মিডফিল্ডার হয়েও গোলের পর গোল করে ছুঁয়ে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকার রেকর্ড। তবে গত দুই মাসের বেশি সময় ধরে লিগে গোল পাচ্ছিলেন না তিনি। অবশেষে লা লিগায় গোলের দেখা পেলেন বেলিংহাম এবং তার গোলে এল ক্লাসিকোও জিতল লস ব্লাঙ্কোসরা।

রোববার (২২ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে দুইবার পিছিয়ে পড়ার পরও যোগ করা সময়ে জুড বেলিংহামের গোলে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পায় রিয়াল। রিয়ালের হয়ে বাকি গোল দুটি করেন ভিনিসিয়ুস জুনিয়র ও লুকাস ভাসকুয়েজ। বার্সার হয়ে ক্রিস্টেনসেন ও ফ্রিমিন লোপেজ গোল করেন। এই জয়ে লা লিগায় বার্সা থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল।

ম্যাচের ৬ মিনিটের মাথায় দারুণ হেডে গোল করে জাভির দলকে লিড এনে দেন ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। তবে গোল খাওয়ার পর সমতায় ফিরতে বেশি দেরি করেনি কার্লো ‍আনচেলত্তির দল। ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ভিনিসিয়ুস।

এরপর ২৮ মিনিটে ম্যাচে গোললাইন বিতর্ক। লামিন ইয়ামালের ব্যাকহিল ফেরাতে গোললাইনের ভেতরেই ঢুকে পড়েন আন্দ্রি লুনিন। দেখে মনে হচ্ছিল বলটি গোললাইস অতিক্রম করেছে তবে গোললাইন প্রযুক্তির অভাবে সঠিক বোঝা যাচ্ছিল না। ভিএআরও জানায়, বল পুরোপুরি গোললাইন অতিক্রম করার আগেই তা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। তাই এ যাত্রায় বেঁচে যায় রিয়াল।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে অবশ্য বার্সা ইনজুরিতে হারায় ফ্রেঙ্কি ডি ইয়ংকে। বিরতির পর দুদলই আক্রমণের ধার বাড়ায়। তবে এবারও আগে গোল পায় বার্সা।

৬৯ মিনিটে ইয়ামালের ক্রস লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই কাতালানদের এগিয়ে দেন ফ্রিমিন লোপেজ। এবারও ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি লিগ লিডাররা।

৭৩ মিনিটে ভিনিসিয়ুসের নিখুঁত ক্রসে জোরালো শটে ম্যাচে আবার সমতা আনে লুকাস ভাসকুয়েজ। কার্লো আনচেলত্তির শিষ্যরা এরপর ম্যাচ জয়ের চেস্টা শুরু করে।

জয়ের জন্য বার্সার দুর্গে একের পর এক হানা দেয় তারা। কয়েকটি সহজ সুযোগ মিসের পরও রিয়ালের চেষ্টা থেমে থাকেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে অবশেষে সাফল্য আসে।

ভাসকুয়েজের দূরপাল্লার ক্রস পেছনে থাকা বেলিংহামের জন্য ছেড়ে দেন হোসেলু। তা দেখে বোকা বনে যান বার্সা ডিফেন্ডাররা। এরপর সেই ক্রস থেকে দুর্দান্ত শটে বেলিংহ্যাম গোল করলে তাদের অসহায়ত্ব ফুটে ওঠে আরও করুণভাবে। যেন কিছুই করার ছিল না তখন!

ম্যাচ শেষে ৩২ রাউন্ডে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। এই জয়ে লিগ শিরোপার আরও কাছে রিয়াল ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ টাকার বেগুন এখন ৬০ টাকা

বাকৃবিতে বৃক্ষনিধনের প্রতিবাদ

জ্যামিতির কম্পাস দিয়ে শিক্ষক বাবাকে মেরেই ফেলল ছেলে

বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লায় ‘খামারি’ মোবাইল অ্যাপ ও বঙ্গবন্ধু ধান ১০০ নিয়ে মাঠ দিবস

ওয়েস্ট টু হোপের বার্ষিক মিট আপ অনুষ্ঠিত

তীব্র তাপদাহের পর ভোলায় স্বস্তির বৃষ্টি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন ওহিদুজ্জামান

ঝালকাঠিতে আ.লীগের তিন নেতা বহিষ্কার

ব্রিটিশ স্থাপত্যের অনন্য নিদর্শন জগবন্ধু ঠাকুরবাড়ি

১০

চট্টগ্রামে আইআইইউসির বোর্ড সভা অনুষ্ঠিত

১১

উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আ.লীগের দোসর : সেলিম ভূঁইয়া

১২

চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

১৪

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

১৫

ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা

১৬

হঠাৎ কেন বাড়ছে ট্রেন দুর্ঘটনা?

১৭

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন

১৮

উপজেলা নির্বাচনে অংশ না নিলেও প্রার্থীদের সমর্থন জানাবে বিএসপি

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়ের শঙ্কা

২০
*/ ?>
X