স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটি-আর্সেনালের দিকে তাকিয়ে ক্লপ

ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত

মার্সেসাইড ডার্বিতে গুডিসন পার্কে এভারটনের ২-০ গোলে কাছে হেরে গেছে লিভারপুল। এতে অনেকটা শেষ অলরেডদের লিগ শিরোপা জয়ের আশা। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৪ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে লিভারপুল। আর দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তিন নম্বরে। লিগে লিভারপুর ও আর্সেনালের ম্যাচ বাকি ৪টি করে। আর সিটিজেনদের বাকি ৬ ম্যাচ।

ফলে এ দুই দলের তুলনায় শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা সুবিধাজনক স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ অলরেড ও গানারদের তুলনায় দুটি ম্যাচ বেশি আছে ম্যানসিটির। এই দুই ম্যাচ জিতলে আর্সেনালের চেয়ে ২ আর লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল।

১৪ বছরের মধ্যে প্রথম নিজেদের মাঠে লিভারপুলকে হারাল এভারটর। একই সঙ্গে সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে এটি প্রথম হার ইয়ুর্গেন ক্লপের। এভারটনের বিপক্ষে রক্ষণের ভুলে ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি অল রেডদের। চলতি মৌসুম শেষে লিভারপুরের কোচের পদ ছাড়ার ঘোষণা দেন ক্লপ। গুডিসন পার্কে নিজের শেষ মার্সেসাইড ডার্বিতে প্রথম হার উপহার পেলেন তিনি।

চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ের সুযোগ ছিল লিভারপুলের। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে মাত্র চার জয় পায় তারা। এতে করে ধূলিসাৎ হয়ে যায় শিরোপা জয়ের স্বপ্ন।

এফএ কাপ ও ইউরোপা লিগ থেকে বিদায়ের পর দৃশ্যত প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল লিভারপুল। হারের পর নিজের হতাশা লুকানোর কোনো চেষ্টা না করে সোজাসাপ্টা কথা বলেন লিভারপুলের কোচ।

ক্লপ বলেন, ‘পয়েন্ট টেবিলটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ম্যানসিটি এবং আর্সেনালের বাজে পরিস্থিতি প্রয়োজন এবং আমাদেরও ম্যাচ জিততে হবে।’

প্রকাশ করে তিনি আরও বলেন, ‘পারফরম্যান্সটা মোটেও প্রেরণাদায়ক ছিল না। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। আমি সত্যিই দুঃখিত। ডার্বিতে এর আগে লোকে আমাকে রেকর্ডের কথা বলেছে। কিন্তু এখন অভিজ্ঞতাটা অন্য রকম। এটার দরকার ছিল না, তবু ঘটে গেল।’

ফুটবলারদের জেগে ওঠার আহ্বান জানান দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচতারকা বলেন, ‘সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে হবে, তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে কি না। তারা কি সত্যিই লিগ জিততে চায়? আমরা ভালো খেলেনি। আরও ভালো করতে হবে। মৌসুম রাতের (গতকাল) মতো ব্যর্থ পরিণতি হতে দিতে পারি না। আমাদের সবদিক বিচারেই আরও ভালো করতে হবে।’

ম্যানইউর জয় এদিকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ম্যাচে দুবার পিছিয়ে পড়েছিল রেড ডেভিলসরা। ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্টে টেবিলের ৬ নম্বরে ম্যানইউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১০

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১১

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১২

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৩

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৪

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৫

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৬

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৭

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

১৮

রাজশাহীতে ঐতিহাসিক ‘সান্তাল হুল’ দিবস উদযাপন

১৯

২৯৫ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করল চসিক

২০
X