শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটি-আর্সেনালের দিকে তাকিয়ে ক্লপ

ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত

মার্সেসাইড ডার্বিতে গুডিসন পার্কে এভারটনের ২-০ গোলে কাছে হেরে গেছে লিভারপুল। এতে অনেকটা শেষ অলরেডদের লিগ শিরোপা জয়ের আশা। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৪ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে লিভারপুল। আর দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তিন নম্বরে। লিগে লিভারপুর ও আর্সেনালের ম্যাচ বাকি ৪টি করে। আর সিটিজেনদের বাকি ৬ ম্যাচ।

ফলে এ দুই দলের তুলনায় শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা সুবিধাজনক স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ অলরেড ও গানারদের তুলনায় দুটি ম্যাচ বেশি আছে ম্যানসিটির। এই দুই ম্যাচ জিতলে আর্সেনালের চেয়ে ২ আর লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল।

১৪ বছরের মধ্যে প্রথম নিজেদের মাঠে লিভারপুলকে হারাল এভারটর। একই সঙ্গে সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে এটি প্রথম হার ইয়ুর্গেন ক্লপের। এভারটনের বিপক্ষে রক্ষণের ভুলে ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি অল রেডদের। চলতি মৌসুম শেষে লিভারপুরের কোচের পদ ছাড়ার ঘোষণা দেন ক্লপ। গুডিসন পার্কে নিজের শেষ মার্সেসাইড ডার্বিতে প্রথম হার উপহার পেলেন তিনি।

চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ের সুযোগ ছিল লিভারপুলের। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে মাত্র চার জয় পায় তারা। এতে করে ধূলিসাৎ হয়ে যায় শিরোপা জয়ের স্বপ্ন।

এফএ কাপ ও ইউরোপা লিগ থেকে বিদায়ের পর দৃশ্যত প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল লিভারপুল। হারের পর নিজের হতাশা লুকানোর কোনো চেষ্টা না করে সোজাসাপ্টা কথা বলেন লিভারপুলের কোচ।

ক্লপ বলেন, ‘পয়েন্ট টেবিলটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ম্যানসিটি এবং আর্সেনালের বাজে পরিস্থিতি প্রয়োজন এবং আমাদেরও ম্যাচ জিততে হবে।’

প্রকাশ করে তিনি আরও বলেন, ‘পারফরম্যান্সটা মোটেও প্রেরণাদায়ক ছিল না। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। আমি সত্যিই দুঃখিত। ডার্বিতে এর আগে লোকে আমাকে রেকর্ডের কথা বলেছে। কিন্তু এখন অভিজ্ঞতাটা অন্য রকম। এটার দরকার ছিল না, তবু ঘটে গেল।’

ফুটবলারদের জেগে ওঠার আহ্বান জানান দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচতারকা বলেন, ‘সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে হবে, তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে কি না। তারা কি সত্যিই লিগ জিততে চায়? আমরা ভালো খেলেনি। আরও ভালো করতে হবে। মৌসুম রাতের (গতকাল) মতো ব্যর্থ পরিণতি হতে দিতে পারি না। আমাদের সবদিক বিচারেই আরও ভালো করতে হবে।’

ম্যানইউর জয় এদিকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ম্যাচে দুবার পিছিয়ে পড়েছিল রেড ডেভিলসরা। ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্টে টেবিলের ৬ নম্বরে ম্যানইউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

‘মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত’

শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুবের জামায়াতে যোগদান

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

১০

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

১১

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

১২

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১৩

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১৪

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১৫

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৬

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৭

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৮

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৯

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

২০
X