স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটি-আর্সেনালের দিকে তাকিয়ে ক্লপ

ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত

মার্সেসাইড ডার্বিতে গুডিসন পার্কে এভারটনের ২-০ গোলে কাছে হেরে গেছে লিভারপুল। এতে অনেকটা শেষ অলরেডদের লিগ শিরোপা জয়ের আশা। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৪ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে লিভারপুল। আর দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তিন নম্বরে। লিগে লিভারপুর ও আর্সেনালের ম্যাচ বাকি ৪টি করে। আর সিটিজেনদের বাকি ৬ ম্যাচ।

ফলে এ দুই দলের তুলনায় শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা সুবিধাজনক স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ অলরেড ও গানারদের তুলনায় দুটি ম্যাচ বেশি আছে ম্যানসিটির। এই দুই ম্যাচ জিতলে আর্সেনালের চেয়ে ২ আর লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল।

১৪ বছরের মধ্যে প্রথম নিজেদের মাঠে লিভারপুলকে হারাল এভারটর। একই সঙ্গে সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে এটি প্রথম হার ইয়ুর্গেন ক্লপের। এভারটনের বিপক্ষে রক্ষণের ভুলে ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি অল রেডদের। চলতি মৌসুম শেষে লিভারপুরের কোচের পদ ছাড়ার ঘোষণা দেন ক্লপ। গুডিসন পার্কে নিজের শেষ মার্সেসাইড ডার্বিতে প্রথম হার উপহার পেলেন তিনি।

চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ের সুযোগ ছিল লিভারপুলের। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে মাত্র চার জয় পায় তারা। এতে করে ধূলিসাৎ হয়ে যায় শিরোপা জয়ের স্বপ্ন।

এফএ কাপ ও ইউরোপা লিগ থেকে বিদায়ের পর দৃশ্যত প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল লিভারপুল। হারের পর নিজের হতাশা লুকানোর কোনো চেষ্টা না করে সোজাসাপ্টা কথা বলেন লিভারপুলের কোচ।

ক্লপ বলেন, ‘পয়েন্ট টেবিলটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ম্যানসিটি এবং আর্সেনালের বাজে পরিস্থিতি প্রয়োজন এবং আমাদেরও ম্যাচ জিততে হবে।’

প্রকাশ করে তিনি আরও বলেন, ‘পারফরম্যান্সটা মোটেও প্রেরণাদায়ক ছিল না। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। আমি সত্যিই দুঃখিত। ডার্বিতে এর আগে লোকে আমাকে রেকর্ডের কথা বলেছে। কিন্তু এখন অভিজ্ঞতাটা অন্য রকম। এটার দরকার ছিল না, তবু ঘটে গেল।’

ফুটবলারদের জেগে ওঠার আহ্বান জানান দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচতারকা বলেন, ‘সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে হবে, তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে কি না। তারা কি সত্যিই লিগ জিততে চায়? আমরা ভালো খেলেনি। আরও ভালো করতে হবে। মৌসুম রাতের (গতকাল) মতো ব্যর্থ পরিণতি হতে দিতে পারি না। আমাদের সবদিক বিচারেই আরও ভালো করতে হবে।’

ম্যানইউর জয় এদিকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ম্যাচে দুবার পিছিয়ে পড়েছিল রেড ডেভিলসরা। ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্টে টেবিলের ৬ নম্বরে ম্যানইউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১০

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১১

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১২

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৩

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৪

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৫

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৬

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৭

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

১৮

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

১৯

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X