স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৩৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে ঘরের মাঠকে বিদায় এমবাপ্পের

ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে পিএসজির হারে হতাশ এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে পিএসজির হারে হতাশ এমবাপ্পে। ছবি : সংগৃহীত

প্যারিসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। এ ম্যাচে পিএসজির মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙাতে মরিয়া ছিলেন ফরাসি তারকা। কিন্তু পারলেন না। এমবাপ্পে গোল পেলেও ঘরের মাঠে তুলুজের কাছে পিএসজি হেরেছে ৩-১ গোলে।

এ ম্যাচ জিতে শিরোপা উৎসব করতে চেয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হারে মাটি হয়ে যায় সেই উৎসব। তাই তো ম্যাচে শেষে পিএসজির ফরাসি তারকার উসমান দেম্বেলে বলেন, ‘ঘরের মাঠের এই হার, আমাদের পার্টি কিছুটা নষ্ট করে দিয়েছে। এমনিতে হার সব সময়ই হতাশার, চ্যাম্পিয়ন হওয়ার পরও। আর নিজেদের সমর্থকদের সামনে এভাবে হারাটা অনেক হতাশার।’

ফরাসি লিগে এখনো পিএসজির দুটি ম্যাচ বাকি। সঙ্গে বাকি রয়েছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটিই পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নয়। ফলে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনা দেওয়ার পর ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামেন এমবাপ্পে।

শুরুটাও করেন দুর্দান্ত। ম্যাচের ৮ মিনিটে ফরাসি তারকা পেয়ে যান গোলের দেখা। তখন ধারণা করা হচ্ছিল ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙাতে সব কিছুই করবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে পাঁচ মিনিট পর বদলে যায় সেই চিত্র। তুলুজকে সমতায় ফেরান থিস ডালিঙ্গা।

ম্যাচের বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করেও গোলের দেখায় পায়নি পিএসজি। উল্টো ৬৮ মিনিটে ইয়ান গোবো’র গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। আর ম্যাচের ইনজুরি টাইমে ফ্রাঙ্ক মাগরির গোলে, ৩-১ ব্যবধানের জয় পায় তুলুজ।

যদিও ম্যাচ শেষে লিগ শিরোপার ট্রফি নিয়ে উৎসব করে পিএসজির ফুটবলারা। পরে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে গণমাধ্যমকে জানান, ‘সমর্থকেরা এমবাপ্পেকে শ্রদ্ধা জানানো হয়েছে, এটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর (এমবাপ্পে) ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

ফরাসি লিগে পিএসজির আরও দুটি ম্যাচ রয়েছে। ১৫ মে নিস ও ২৯ মে মেৎসের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে ফরাসি জায়ান্টরা। এ ছাড়া আগামী ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিওঁর মুখোমুখি হবে পিএসজি। এটি হবে ফরাসি তারকার প্যারিসের ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

১০

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১১

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১২

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৩

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৪

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৫

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৬

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৭

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৮

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৯

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

২০
X