স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৩৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে ঘরের মাঠকে বিদায় এমবাপ্পের

ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে পিএসজির হারে হতাশ এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে পিএসজির হারে হতাশ এমবাপ্পে। ছবি : সংগৃহীত

প্যারিসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। এ ম্যাচে পিএসজির মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙাতে মরিয়া ছিলেন ফরাসি তারকা। কিন্তু পারলেন না। এমবাপ্পে গোল পেলেও ঘরের মাঠে তুলুজের কাছে পিএসজি হেরেছে ৩-১ গোলে।

এ ম্যাচ জিতে শিরোপা উৎসব করতে চেয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হারে মাটি হয়ে যায় সেই উৎসব। তাই তো ম্যাচে শেষে পিএসজির ফরাসি তারকার উসমান দেম্বেলে বলেন, ‘ঘরের মাঠের এই হার, আমাদের পার্টি কিছুটা নষ্ট করে দিয়েছে। এমনিতে হার সব সময়ই হতাশার, চ্যাম্পিয়ন হওয়ার পরও। আর নিজেদের সমর্থকদের সামনে এভাবে হারাটা অনেক হতাশার।’

ফরাসি লিগে এখনো পিএসজির দুটি ম্যাচ বাকি। সঙ্গে বাকি রয়েছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটিই পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নয়। ফলে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনা দেওয়ার পর ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামেন এমবাপ্পে।

শুরুটাও করেন দুর্দান্ত। ম্যাচের ৮ মিনিটে ফরাসি তারকা পেয়ে যান গোলের দেখা। তখন ধারণা করা হচ্ছিল ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙাতে সব কিছুই করবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে পাঁচ মিনিট পর বদলে যায় সেই চিত্র। তুলুজকে সমতায় ফেরান থিস ডালিঙ্গা।

ম্যাচের বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করেও গোলের দেখায় পায়নি পিএসজি। উল্টো ৬৮ মিনিটে ইয়ান গোবো’র গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। আর ম্যাচের ইনজুরি টাইমে ফ্রাঙ্ক মাগরির গোলে, ৩-১ ব্যবধানের জয় পায় তুলুজ।

যদিও ম্যাচ শেষে লিগ শিরোপার ট্রফি নিয়ে উৎসব করে পিএসজির ফুটবলারা। পরে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে গণমাধ্যমকে জানান, ‘সমর্থকেরা এমবাপ্পেকে শ্রদ্ধা জানানো হয়েছে, এটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর (এমবাপ্পে) ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

ফরাসি লিগে পিএসজির আরও দুটি ম্যাচ রয়েছে। ১৫ মে নিস ও ২৯ মে মেৎসের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে ফরাসি জায়ান্টরা। এ ছাড়া আগামী ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিওঁর মুখোমুখি হবে পিএসজি। এটি হবে ফরাসি তারকার প্যারিসের ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

রাজধানীতে আজ কোথায় কী

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

১০

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

১১

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

১২

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

১৩

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

১৪

দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত

১৫

‌‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’

১৬

ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩

১৭

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট- সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা 

১৮

লন্ডনে তারেক রহমানের জনসভা ১৬ ডিসেম্বর

১৯

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

২০
X