বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০১:৪১ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণবাদ রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ফিফার

এবার বর্ণবাদ রোধে কঠোর হচ্ছে ফিফা। ছবি : সংগৃহীত
এবার বর্ণবাদ রোধে কঠোর হচ্ছে ফিফা। ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বিশ্বের প্রায় ২০০ দেশের ২৫ কোটির বেশি মানুষ সরাসরি এই খেলার সাথে যুক্ত। একই সাথে প্রায় ৩৫০ কোটি মানুষ টিভির পর্দায় এই খেলা উপভোগ করে থাকে। তবে এত বিপুল সংখ্যক মানুষের প্রাণের এই খেলায় বর্তমানে বর্ণবাদের কালো থাবা পড়েছে। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে প্রায় প্রতিনিয়তই বর্ণবাদ কুলষিত করছে জনপ্রিয় এই খেলাকে।

তাই ফুটবল থেকে বর্ণবাদকে বিদায়ে বদ্ধ পরিকর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার তাই কঠোর কিছু পদক্ষেপের পথে হাঁটছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ মে) থাইল্যান্ডের ব্যাংককে ফিফার ৭৪ তম কংগ্রেস শেষে ফিফা বর্ণবাদ সংশ্লিষ্ট শাস্তি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পথে হাঁটছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি বাধ্যতামূলক করার পাশাপাশি যদি প্রয়োজন পড়ে তাহলে বর্ণবাদ হওয়া ম্যাচ বাতিল করে দেওয়ার পরিকল্পনাও আছে ফিফার।

ফুটবলে বেশ কয়েক বছর ধরেই মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদ। গত বছরেই রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদের শিকার হওয়ার পরথেকেই ব্যাপারটি সবার সামনে আসা শুরু করে। ফিফা বর্ণবাদ দূর করতে নানা পদক্ষেপ নিলেও ঠিক সেভাবে সাফল্য পায়নি। তাই এবার কঠোর পদক্ষেপের দিকেই নজর সংস্থাটির।

তাই ব্যাংককে অনুষ্ঠিত কংগ্রেসে বেশ গুরুত্বের সহিতই বিষয়টি নিয়ে ভেবেছে ফিফা। বর্ণবাদ ইস্যুর কারণে বদল আসছে ফুটবল আইনে। নতুন আইনে বর্ণবাদকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করার পরিকল্পনা রয়েছে ফিফার।

ব্যাংককে হওয়া কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফার সদস্য ২১১ দেশের সম্বনয়ে বর্ণবাদ থামাতে আজ থেকে সারা বিশ্বে আমরা ৫টি স্তম্ভ ঠিক করেছি, যা আমার বিশ্বাস বর্ণবাদ থামাতে পারবে। আমার বিশ্বাস বর্ণবাদের অন্ধকার দূর করে আমরা বিশাল আলো জ্বালিয়ে সমগ্র পৃথিবী আলোকিত করবো।’

ফিফার নতুন এই আইন অনুযায়ী ম্যাচ চলাকালীন মাঠে কেউ বর্ণবাদের শিকার হলে খেলোয়াড়রা দুই হাতে কবজি আড়াআড়িভাবে উচিয়ে (ক্রস চিহ্ন) রেফারিকে বর্ণবাদের সংকেত দিতে পারবেন। এরপর রেফারি ৩ ধাপে এগোতে পারবেন। ফিফার নির্দেশ অনুযায়ী রেফারি বর্ণবাদী আচরণ বন্ধ করতে বলবেন। যতক্ষণ পর্যন্ত বর্ণবাদী আচরণ চলবে ততক্ষণ পর্যন্ত খেলা বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় রেফারি বর্ণবাদী আচরণ যে পক্ষ করছে সেই পক্ষকে ম্যাচে পরাজিতও ঘোষণা করতে পারেস। অবশ্য প্রস্তাবটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে।

ইনফান্তিনো অবশ্য বর্ণবাদ থামাতে ফিফা দেশগুলোকে এই নতুন আইন প্রয়োগের আহব্বান জানান। তিনি বলেন, ‘আমরা এখন থেকেই বর্ণবাদ থামাতে কাজ শুরু করেছি। যা ব্যাংকক থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে পৌঁছে যাবে। তাই আমি ফিফার সদস্য দেশগুলোকে বলতে চাই, আপনারা কি বর্ণবাদ থামাতে ৫টি স্তম্ভের সঙ্গে রাজি হবেন?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গণসংযোগে গুলির ঘটনায় সরকারের নিন্দা

এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি

মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু মীর হেলালের

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যাদের আবেদন করতে মানা

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু সেলিমুজ্জামানের

গণতন্ত্র ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতেই বিএনপি কাজ করছে : আমীর খসরু

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল

তারুণ্য নির্ভর ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

মনোনয়ন দিয়ে বিএনপি নির্বাচনের ষড়যন্ত্রে পেরেক ঠুকেছে : মীর হেলাল

মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয় : কাদের গনি চৌধুরী

১০

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

১১

চট্টগ্রামে ধানের শীষের প্রার্থীকে গুলি, নগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

১২

চলন্ত ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়ল লাইনে

১৩

যে আসনে নির্বাচন করবেন পার্থ, প্রতীক কী

১৪

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

১৫

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক মেথি ভেজানো পানি

১৬

বেরোবি ছাত্র সংসদ নির্বাচন / দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

১৭

বর্ণাঢ্য আয়োজনে শজিমেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন : আমীর খসরু

১৯

জকসু নির্বাচন / দুই দিনে প্রার্থীদের ডোপটেস্ট করবে নির্বাচন কমিশন, করা যাবে না আপিল 

২০
X