স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের গোলে পর্তুগালের নাটকীয় জয়

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

জার্মানিতে ইউরো ২০২৪ আসরে পর্তুগাল বাদে ফেভারিট সব দলই মাঠে নেমেছে। অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও মাঠে নামল। আর মাঠে নেমে একটি রোমাঞ্চকর ইউরো ম্যাচ উপহার দিল তারা। যেখানে একেবারে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে ২০১৬ সালের শিরোপাজয়ীরা।

বুধবার (১৯ জুন) ফ্রান্সিসকো কনসেইসাওয়ের করা শেষ মুহূর্তের গোলে পর্তুগাল চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এক গোলের ঘাটতি কাটিয়ে জয় তুলে নেয়। রবার্তো মার্টিনেজের অধীনে ফেভারিট পর্তুগালকে শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে জয় নিশ্চিত করতে।

চেক প্রজাতন্ত্র ম্যাচের বেশিরভাগ সময়ে রক্ষণাত্মক খেলায় ছিল কিন্তু তারা পর্তুগালকে চমকে দেয় যখন লুকাস প্রোভডের দ্বিতীয়ার্ধের অসাধারণ শটটি দূরের কোণে জড়িয়ে যায়। এই গোলটি খেলার গতির বিপরীতে এসেছিল, কারণ পর্তুগাল বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করেছিল এবং চেক প্রজাতন্ত্রকে তাদের অর্ধেই সীমাবদ্ধ রেখেছিল।

পর্তুগালের সমতাসূচক গোলটি আসে ভাগ্যের সহায়তায়। নুনো মেন্দেসের হেড চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্তানেক ঠেকাতে সক্ষম হলেও বলটি ডিফেন্ডার রবিন হ্রানাকের গায়ে লেগে জালে ঢুকে যায়।

ডিওগো জোটার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে ম্যাচটি ড্রয়ের দিকে এগোতে থাকে। তবে অতিরিক্ত সময়ের শেষে ফ্রান্সিসকো কনসেইসাও নায়ক হয়ে ওঠেন। ২১ বছর বয়সী এই বদলি খেলোয়াড় একটি ফাঁকা বল পেয়ে কাছ থেকে গোল করেন, যা পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ উপস্থিতিকে একটি জয়ে পরিণত করে।

পর্তুগাল মহাদেশীয় এই প্রতিযোগিতায় উচ্চ প্রত্যাশা নিয়ে প্রবেশ করেছে। লিপজিগে তাদের পারফরম্যান্স, যদিও প্রভাবশালী ছিল তবে স্পষ্ট সুযোগে রূপান্তর করতে তাদের কষ্ট করতে হয়েছে। চেক গোলরক্ষক স্তানেক একটি অসাধারণ খেলা উপহার দেন। বিশেষ করে রোনালদোর দুটি সেরা প্রচেষ্টা প্রথমার্ধে রুখে দিয়ে।

কিছু হতাশাজনক মুহূর্ত থাকা সত্ত্বেও, যেমন রোনালদোর একটি দুর্বল ফ্রি-কিক এবং জোটার অফসাইডের কারণে বাতিল হওয়া গোল। তবে শেষ পর্যন্ত পর্তুগালের ধৈর্য ফলপ্রসূ হয়। কনসেইসাওয়ের নির্ধারক গোলটি সেই সংকল্প এবং গভীরতার প্রতীক যা তাদের টুর্নামেন্টে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।

পরবর্তী ম্যাচে, পর্তুগাল এই কঠিন জয়ের ওপর ভিত্তি করে তাদের ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাফল্য পুনরাবৃত্তি বা অতিক্রম করার চেষ্টা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১০

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১১

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১২

রামপুরায় বাসে আগুন

১৩

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৪

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৫

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৬

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৭

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৮

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৯

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

২০
X