সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গণের উত্তাপ কাটেনি

ভলিবল ফেডারেশন সংস্কারের দাবিতে আন্দোলন। ছবি : সংগৃহীত
ভলিবল ফেডারেশন সংস্কারের দাবিতে আন্দোলন। ছবি : সংগৃহীত

আন্দোলন-সংগ্রামে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গণ। প্রতিদিন কোনো না কোনো ক্রীড়া ফেডারেশনে চলছে বিক্ষোভ। উঠছে সংস্কারের দাবি। এবার দাবি উঠল ভলিবলে। ভলিবল ছাড়াও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাট্টা হচ্ছেন হকি সশ্লিষ্টরা। ফুটবলে কাজী মো. সালাহউদ্দিনের পদত্যাগের দাবি জনিয়েছেন সমর্থকদের একটা অংশ।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ১৯ দফা দাবি নিয়ে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের সামনে জড়ো হন তৃণমূল থেকে আসা সাবেক বর্তমান খেলোয়াড়রা। এসময় বর্তমান কমিটি ভেঙে দিয়ে খেলোয়াড় এবং সংগঠকদের সমন্বয়ে এডহক কমিটি গঠনের দাবি জানানো হয়। খেলোয়াড়দের পারিশ্রমিক, ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের চিকিৎসা এবং অন্যান্য সুরক্ষার দাবি জানানো হয়। দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এসময় জাতীয় দলের সদস্য হরষিত বিশ্বাস, তানভীর হোসেনদের সঙ্গে ছিলেন সাবেক খেলোয়াড় সোহেল, সাদ্দাম, কাঞ্চন, আমিরুল ইসলাম আপনসহ অন্যরা।

মানববন্ধন কর্মসূচি ভলিবল স্টেডিয়াম থেকে শুরু হয়। পরে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে গিয়ে জড়ো হন সাবেক-বর্তমান ভলিবল খেলোয়াড়রা। ১৯ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ৩০ সদস্যর কার্যনির্বাহী কমিটি দিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এত বড় কমিটিতে একজনও জাতীয় দলের সাবেক খেলোয়াড় নেই। ৩০ জনের মধ্যে ২০ জনেরই ভলিবল সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। তাই ভলিবল খেলোয়াড়রা সংস্কারের প্রধান দাবি বর্তমান কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন করা; যেখানে শতকরা ৩০ ভাগ সাবেক জাতীয় খেলোয়াড় থাকবে।

ভলিবল ফেডারেশন সংস্কার আন্দোলন কর্মসূচির প্রধান সমন্বয়ক জাতীয় দলের সাবেক তারকা সোহেল রানা বলেন, ‘আমরা ১৯ দফা দাবি নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের প্রথম দাবি হচ্ছে বর্তমান কমিটির অর্থব সদস্যদের পদত্যাগ করা। আমরা চাই অতিসত্বর অ্যাডহক কমিটি গঠিত হোক। সাবেক খেলোয়াড়দের ৩০ ভাগ সেই কমিটিতে রেখে। আশাকরছি, মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আমাদের যৌক্তিক ১৯ দফা দাবিগুলো দেখে ব্যবস্থা নেবেন।’

হকি ফেডারেশনের নানা অনিয়মের বিরুদ্ধে রখে দাঁড়াতে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে একাট্টা হচ্ছেন খেলার সাথে সংশ্লিষ্টরা। জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন খেলার সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন এবং নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরনের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসছে দেশের ফুটবলের আরেক সমর্থক জোট বাংলাদেশ ফুটবল আলট্রাস। সোমবার (১৯ আগস্ট) বাফুফে ভবনে জড়ো হওয়া বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সদস্যরা দুজনের পদত্যাগসহ ১০ দফা দাবি জানান। এসময় অভিযোগ করা হয়, রাজনৈতিক ও সরকারি প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে বিগত সকল নির্বাচনে কাজী মো. সালাহউদ্দিন জয়লাভ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১০

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১১

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১২

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৩

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৪

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

১৫

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

১৬

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

১৭

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি বাফুফের

১৮

দেশের ইতিহাসে স্বর্ণের দামে ফের রেকর্ড, বাড়ল কত?

১৯

ভারতের নো-হ্যান্ডশেক নীতিতে পাল্টা অবস্থান পাকিস্তানের

২০
X