কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডব্লিউভি মিডিয়া কম্পিটিশন ২০২৩’ পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফটোসেশনে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফটোসেশনে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে ‘স্কুলে অভুক্ত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষতি’ প্রতিবেদনের জন্য দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার এবং ইলেকট্রনিক মিডিয়া বিভাগে ‘ভ্রান্ত ধারণা ও প্রয়োজনীয় উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামের প্রতিবেদনের জন্য এটিএন বাংলার মো. শরফুল আলম প্রথম হয়েছেন।

প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে প্রথম ও দ্বিতীয় রানারআপ হন ‘হারিয়ে যাচ্ছে মাঠ, চার দেয়ালে ভবিষ্যৎ প্রজন্ম’ প্রতিবেদনের জন্য দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদা পারভেজ ছন্দা ও ‘দখলমুক্ত মাঠেও খেলতে মানা’ প্রতিবেদনের জন্য দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফয়সাল খান। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়া বিভাগে প্রথম রানার আপ হয়েছেন চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক ‘বায়ুদূষণ’ রিপোর্টের জন্য জাকিয়া আকতার ও দ্বিতীয় রানার আপ হয়েছেন ‘দেশে বাড়ছে বাল্যবিবাহ’ রিপোর্টের জন্য চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা।

নগরের নিম্ন আয়ের মানুষের বিশেষ করে নারী ও শিশুদের জীবনমানের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোকে গণমাধ্যমের মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজন করে ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩’। আজ শনিবার দুপুরে লেক শোর হোটেল গুলশানের লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং ব্র্র্যান্ড কার্টের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, দারিদ্র্য দূর করতে হবে। কারণ দারিদ্র্য থাকলে অনেক কিছুই করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা এখন অনেক ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের, ‘মিডিয়া কম্পিটিশন-২০২৩’ এর প্রকল্প সমন্বয়ক শেখ সাইফুর রহমান।

এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন- গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী সালাউদ্দিন লাভলু ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহানা হুদা রঞ্জনা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশনের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা।

উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদের তরুণদের লালন করার ওপর জোর দিয়ে বলেন, তাদের বিকাশ কোনোমতেই ব্যাহত করা যাবে না।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ মনে করেন, সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবি কাজ করে যাচ্ছে।

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন বলেন, ৪টি প্রকল্পের মাধ্যমে অন্তত ২ লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে স্বাভাবিক কাজে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এ ছাড়া আরও ৮-১০টি প্রকল্প সামনে আসছে। এজন্য বরাদ্দ হয়েছে ২৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও প্রফেসর ইমেরিটাস ডা. আতিউর রহমান দারিদ্র্যকে ভূতের সঙ্গে তুলনা করে বলেছেন, এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে। কারণ পার্টনারশিপেই সম্ভব উন্নয়নে সফলতা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন প্রতিষ্ঠানের সিনিয়র ডিরেক্টর– অপারেশন্স চন্দন জেড গোমেজ।

এই মনোজ্ঞ অনুষ্ঠান শুরু হয় ওয়ার্ল্ড ভিশনের শিশুদের নাচ আর শিশু ও যুব ফোরামের ছেলেমেয়েদের নাটিকা দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই : আজকের নামাজের সময়সূচি

ঘরে ঘরে জ্বর ডেঙ্গু-করোনা নিয়ে আতঙ্ক

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ, ভোগান্তিতে ৪২ হাজার গ্রাহক

শিক্ষানীতি মানছেন না সিদ্ধিরগঞ্জের ৪ শিক্ষক

অপসারণের দাবিতে সড়ক অবরোধ, ভয়ে পালালেন স্বাস্থ্য কর্মকর্তা

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

দেশের শত্রুরাই পিআর নির্বাচনের বিরোধিতা করতে পারে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

১০

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১১

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

১২

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

১৩

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

১৪

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

১৫

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

১৬

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

১৭

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

১৮

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধিদল

১৯

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

২০
X