কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তজেনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

বিমানবন্দরে তাইওয়ানের উপপ্রধানমন্ত্রী লি। ছবি : রয়টার্স
বিমানবন্দরে তাইওয়ানের উপপ্রধানমন্ত্রী লি। ছবি : রয়টার্স

চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লি। তবে তার এই ‘সংবেদনশীল’ সফরের নিন্দা জানিয়েছে চীন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) ভাইস প্রেসিডেন্ট লি যুক্তরাষ্ট্রে গেছেন। প্যারাগুয়ের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লাতিন আমেরিকার দেশটি সফরে যাচ্ছেন তিনি। ওই দেশে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি দেন লি। তবে তার এ সফরের ফলে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিতে সামরিক কর্মকাণ্ড বাড়াতে পারে চীন। তাইওয়ানের কর্মকর্তারা এ আশঙ্কা জানিয়েছেন।

রোববার নিউইয়র্কে অবতরণের পর টুইটারে লেখেন, ‘স্বাধীনতা, গণতন্ত্র সুযোগ-সুবিধার প্রতীক বিগ অ্যাপলে (নিউইয়র্ক) আসতে পেরে ভালো লাগছে।’

তিনি আরও জানান, তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের প্রতিনিধিরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও এই ইনস্টিটিউটটি মার্কিন ডি ফ্যাক্টো দূতাবাস হিসেবে কাজ করে থাকে।

তাইওয়ানের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালাতে পারে চীন। নির্বাচনকে সামনে রেখে ও লি’র যুক্তরাষ্ট্রে সফরের জন্য জনগণকে ভয় দেখাতে এ মহড়া চালানো হতে পারে।

এর আগে এই সফরের বিষেয়ে তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তাওইউয়ানে সাংবাদিকদের লি জানান, তার এ সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র। তিনি প্রথমে নিউইয়র্ক যাবেন।

লি আরও বলেন, তিনি এ সফরে প্যারাগুয়েও যেতে পারেন। তার এ সফরের মূল লক্ষ্য কেবল দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়ানো নয়, বরং সহযোগীদের সাথে অভিজ্ঞতা বিনিমিয় করা।

সফরের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানান, তিনি যুক্তরাষ্ট্রের সফরের বিষয়ে বেশ উত্তেজিত। এরপর তিনি প্যারাগুয়েও যেতে পারেন। তাইপের সাথে ১৩ দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। প্যারাগুয়ে তার মধ্যে অন্যতম।

প্যারাগুয়ের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লাতিন আমেরিকার দেশটি সফরে যাচ্ছেন তিনি। সে অনুষ্ঠান শেষে তাইপে ফেরার পথে মার্কিন শহর সান ফ্রান্সিসকোতে দ্বিতীয় যাত্রাবিরতি দেওয়ার কথা রয়েছে তার।

আগামী জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী লাই। তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে বর্তমানে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের চেয়ে বেশি সোচ্চার তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহানিকর বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

১৪ দিন ধরে বন্ধ সোনাহাট বন্দর

ফেসবুকে নতুন সুবিধা, পরিচয় গোপন রেখেই আলোচনায় অংশ নেবেন যেভাবে

নিজ এলাকায় মিন্টুকে বরণ করতে উন্মুখ নেতাকর্মীরা

দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না তিন এলাকায়

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের নিচে নামল ভারত

১৭ বছর পর প্রবীরের অশ্রুভেজা প্রত্যাবর্তন

কালবেলায় সংবাদ প্রকাশের পর রেলওয়ের চার কর্মকর্তাকে বদলি

গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

অপহরণের পর ৪০ হাজার টাকা দাবি, না পেয়ে কিশোরকে হত্যা

১০

কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

১১

নতুন ইউএনও ১৬৬ উপজেলায়

১২

খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল

১৩

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

১৪

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল 

১৫

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

১৬

জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৭

আগামী শনিবার পূর্ণাঙ্গ ‘মক ভোটিং’ : ইসি সচিব

১৮

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

১৯

ব্যক্তিত্বের সুরক্ষায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

২০
X