কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইফেল টাওয়ার থেকে লাফ দিয়ে গ্রেপ্তার হলেন তিনি

ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার। ছবি : পেক্সেলস
ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার। ছবি : পেক্সেলস

নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এবার আইফেল টাওয়ারের চূড়ায় উঠেছেন এক ব্যক্তি। এরপর তিনি সেখান থেকে লাফও দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ওই ব্যক্তি টাওয়ারের চূড়ায় ওঠেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আইকনিক এ টাওয়ার খোলার আাগেই এক ব্যক্তি সেটির চূড়ায় উঠে যান। তিনি অভিজ্ঞ পর্বতারোহী। ফলে কোনো বাধা ছাড়াই একেবারে ওপরে উঠে পড়েন। এরপর সেখান থেকে প্যারাসুটের সাহায্যে লাফ দেন।

আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান এসইটিই জানিয়েছে, অভিজ্ঞ ওই পর্বতারোহী টাওয়ারে ওঠার এক মিনিটের মধ্যে নিরাপত্তারক্ষীরা তাকে শনাক্ত করেন। এরপর তাকে থামানোর চেষ্টা করা হলেও তিনি কথা শোনেননি। লাফ দেওয়ার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এসইটিই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে। সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, তার এমন দায়িত্বহীন আচরণের কারণে স্থাপনা বা নিচের বিভিন্ন মানুষের বিপদের আশঙ্কা ছিল। এ জন্য বৃহস্পতিবার টাওয়ারটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে দেরি হয়।

এর আগে রোববার (১৩ আগস্ট) রাতে আইফেল টাওয়ারের নিষিদ্ধ জায়গায় রাত কাটান দুই মাতাল। পরে সোমবার (১৪ আগস্ট) সকালে তাদের ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই দুই মাতাল রোববার রাত ১০টা ৪০ মিনিটে টিকিট নিয়ে প্রবেশ করে। এরপর তারা সিঁড়ি দিয়ে নামার সময় নিরাপত্তরক্ষীদের ফাঁকি দিয়ে নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়ে। তাদের দুই ও তিন তলার মাঝের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ নেই।

তারও আগে গত শনিবার (১২ আগস্ট) আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে তাৎক্ষণিক সব দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। ওইদিন টাওয়ারের তৃতীয় তলায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইকনিক এ টাওয়ারটি ১৮৮৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। এটি শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে এ দৃষ্টিনন্দন টাওয়ার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ওই বছর ২০ লাখ দর্শনার্থী পরিদর্শন করেন। এ ছাড়া গত বছর ৫৮ লাখ দর্শনার্থী এটি পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে শতাধিক

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

ইরানের এ অবস্থার জন্য ‘দায়ী যুক্তরাষ্ট্র’

ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা : কোন গ্রেডে কত

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

মমতাজের ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

ঘুম থেকে ওঠার পরই সারা শরীরে ব্যথা হয়? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

১০

ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

১১

‘উত্তপ্ত’ বিসিবি-আইসিসির ভিডিও কনফারেন্স, কী ঘটেছিল সেদিন

১২

কত টাকা চুক্তিতে খুন করা হয় বিএনপি নেতাকে

১৩

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

১৪

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

১৫

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

১৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

১৭

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

১৮

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের তিন শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৯

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

২০
X