কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

টেলিভিশন লাইভে অবসরের ঘোষণা ডেনমার্কের রানির

ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। ছবি : রয়টার্স
ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। ছবি : রয়টার্স

অবসরের ঘোষণা দিয়েছেন ডেনমার্কের দ্বিতীয় রানি মার্গারেট। নববর্ষের নতুন বার্তায় টেলিভিশন লাইভে তিনি এ অবসরের ঘোষণা দেন। রোববার (৩১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার টেলিভিশন লাইভে তিনি জানান, আগামী ১৪ জানুয়ারি তিনি রানির পদ থেকে অবসর নেবেন। দীর্ঘ ৫২ বছর ধরে রানির পদে ছিলেন তিনি। তার অবসরের পর নিজের বড় ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিক উত্তরাধিকার হবেন।

৮৩ বছর বয়সী কুইন ১৯৭২ সালে রানির পদে আসীন হন। এরপর হঠাৎ করে নববর্ষের ঐতিহ্যগত বার্তা দেওয়ার সময় তিনি টেলিভিশন লাইভে অবসরের ঘোষণা দেন। তার অবসরের ঘোষণার লাইভটি পাঁচ দশমিক ৯ মিলিয়ন লোক দেখেছেন।

ফেব্রুয়ারিতে নিজের একটি অপারেশনের কথা জানিয়ে রানি বলেন, স্বভাবতই বিষয়টি আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে। আমার এখন সময় এসেছে নিজে অবসর নিয়ে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া।

তিনি বলেন, আমি ঠিক করেছি এখনই সেটার সঠিক সময়। আমার বাবার পর নিজের সফলতার ৫২তম বছরে আগামী ১২ জানুয়ারি ২০২৪ এ ডেনমার্কের রানির পদ থেকে অবসর নেব। আমি ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে আমার রাজত্ব ছেড়ে যাব।

ডেনমার্কের দ্বিতীয় মার্গারেটে ১৯৪০ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি রাজা নবম ফ্রেডরিক ও সুইডেনের ইনগ্রিদের জ্যেষ্ঠ কন্যা। ১৪ জানুয়ারি, ১৯৭২ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যুর পর তিনি ক্ষমতায় আরোহণ করেন। এর ফলে তিনি ১৩৭৫-১৪১২ সময়কালে স্ক্যান্ডিনেভিয়ার দেশের কালমার ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত প্রথম মার্গারেটের পর ডেনমার্ক সাম্রাজ্যের প্রথম নারী হিসেবে পরিচিত পান।

জন্মগ্রহণের সময় তিনি ডেনমার্কের উত্তরাধিকারী ছিলেন না এবং তার কোনো ভাই ছিল না। ওই সময় শুধু পুরুষরাই ডেনমার্কের উত্তরাধিকারিত্বের অধিকারী ছিলেন। ১৯৪৭ সালে সংবিধান পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ শুরু হয়। পরবর্তীতে ২৭ মার্চ, ১৯৫৩ সালে গ্লুক্সবার্গ সভায় নতুন অধ্যাদেশ জারি করে উত্তরাধিকারের জটিলতা নিরসন করে ভবিষ্যতের বাধা দূর করা হয়। তা নাহলে তার চাচা প্রিন্স নুড ক্ষমতায় আরোহণ করতেন। ১৬ এপ্রিল, ১৯৫৮ খ্রিষ্টাব্দে মার্গারেথের অষ্টাদশ জন্মদিনে স্টেট কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। রাজার অনুপস্থিতিতে তিনিই সভায় সভাপতিত্ব করতেন।

১৯৭২ সালে রাজা নবম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন। এরফলে ড্যানিস সাম্রাজ্যের প্রথম নারী রাষ্ট্রপ্রধান হন রানি মার্গারেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১৩

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১৪

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৫

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৬

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১৭

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১৮

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৯

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

২০
X