কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসেবে নেবে ভারত

ভারত-পাকিস্তানের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানায় ভারত। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তানের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানায় ভারত। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে- এমন হুঁশিয়ারি দিয়েছে দিল্লি।

একইসঙ্গে বলা হয়েছে, এমন কোনো হামলা হলে তাৎক্ষণিক ও সমপর্যায়ের সামরিক জবাব দেওয়া হবে। ভারতীয় সরকারের ভাষায়, সন্ত্রাস মোকাবিলায় এবার কোনো রকম ‘ছাড়’ দেবে না তারা।

শনিবার (১০ মে) বিকেলে দেশটির উচ্চপর্যায়ের সরকারি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের কৌশলে বড় পরিবর্তন এনেছে ভারত। সীমান্তে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক হামলাগুলোর পরিপ্রেক্ষিতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, ভবিষ্যতে কোনো হামলা হলে তা যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলেই বিবেচিত হবে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে, এই হামলার পেছনে ছিল পাকিস্তান থেকে পরিচালিত জঙ্গি সংগঠনগুলো। যদিও ইসলামাবাদ বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে।

পেহেলগামের ওই ঘটনার পর থেকেই কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। টানা ১২ রাত ধরে চলে গোলাগুলি ও হামলা-পাল্টা হামলা। পরিস্থিতির জবাবে ভারত গত মঙ্গলবার চালায় ‘অপারেশন সিঁদুর’- যার আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত অন্তত ৯টি জায়গায় নিশানা করে মিসাইল হামলা চালানো হয়।

ভারতের এই অভিযানের পর পাল্টা জবাব দেয় পাকিস্তান। শুক্রবার (৯ মে) মধ্যরাত থেকে তারা শুরু করে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। ইসলামাবাদ দাবি করেছে, তারা ভারতের অভ্যন্তরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে এবং দিল্লির এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।

এছাড়া পাকিস্তানের দাবি, তারা ভারতের শাসক দল বিজেপি ও সরকারি কিছু ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তা হ্যাক করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, পাকিস্তান সেনাবাহিনীর ছত্রছায়ায় এখনো সক্রিয় রয়েছে বহু জঙ্গি ক্যাম্প। এসব ক্যাম্প সেনা স্থাপনার কাছাকাছিই পরিচালিত হচ্ছে, যা থেকে বোঝা যায়, পাকিস্তান রাষ্ট্রীয়ভাবেই এসব তৎপরতায় জড়িত। দিল্লি এখন এসব ঘটনাকে আর আলাদা সন্ত্রাস হিসেবে দেখছে না, বরং তা রাষ্ট্রীয় সন্ত্রাস ও পরোক্ষ যুদ্ধ হিসেবে বিবেচনা করছে।

এই অবস্থায় ভারত স্পষ্ট করেছে, ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার অর্থই হবে যুদ্ধ, আর সে যুদ্ধের জবাব দেওয়া হবে উপযুক্ত সামরিক কৌশলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১০

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১১

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১২

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৩

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৪

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৫

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৬

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৮

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৯

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

২০
X