কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসেবে নেবে ভারত

ভারত-পাকিস্তানের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানায় ভারত। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তানের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানায় ভারত। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে- এমন হুঁশিয়ারি দিয়েছে দিল্লি।

একইসঙ্গে বলা হয়েছে, এমন কোনো হামলা হলে তাৎক্ষণিক ও সমপর্যায়ের সামরিক জবাব দেওয়া হবে। ভারতীয় সরকারের ভাষায়, সন্ত্রাস মোকাবিলায় এবার কোনো রকম ‘ছাড়’ দেবে না তারা।

শনিবার (১০ মে) বিকেলে দেশটির উচ্চপর্যায়ের সরকারি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের কৌশলে বড় পরিবর্তন এনেছে ভারত। সীমান্তে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক হামলাগুলোর পরিপ্রেক্ষিতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, ভবিষ্যতে কোনো হামলা হলে তা যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলেই বিবেচিত হবে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে, এই হামলার পেছনে ছিল পাকিস্তান থেকে পরিচালিত জঙ্গি সংগঠনগুলো। যদিও ইসলামাবাদ বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে।

পেহেলগামের ওই ঘটনার পর থেকেই কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। টানা ১২ রাত ধরে চলে গোলাগুলি ও হামলা-পাল্টা হামলা। পরিস্থিতির জবাবে ভারত গত মঙ্গলবার চালায় ‘অপারেশন সিঁদুর’- যার আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত অন্তত ৯টি জায়গায় নিশানা করে মিসাইল হামলা চালানো হয়।

ভারতের এই অভিযানের পর পাল্টা জবাব দেয় পাকিস্তান। শুক্রবার (৯ মে) মধ্যরাত থেকে তারা শুরু করে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। ইসলামাবাদ দাবি করেছে, তারা ভারতের অভ্যন্তরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে এবং দিল্লির এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।

এছাড়া পাকিস্তানের দাবি, তারা ভারতের শাসক দল বিজেপি ও সরকারি কিছু ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তা হ্যাক করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, পাকিস্তান সেনাবাহিনীর ছত্রছায়ায় এখনো সক্রিয় রয়েছে বহু জঙ্গি ক্যাম্প। এসব ক্যাম্প সেনা স্থাপনার কাছাকাছিই পরিচালিত হচ্ছে, যা থেকে বোঝা যায়, পাকিস্তান রাষ্ট্রীয়ভাবেই এসব তৎপরতায় জড়িত। দিল্লি এখন এসব ঘটনাকে আর আলাদা সন্ত্রাস হিসেবে দেখছে না, বরং তা রাষ্ট্রীয় সন্ত্রাস ও পরোক্ষ যুদ্ধ হিসেবে বিবেচনা করছে।

এই অবস্থায় ভারত স্পষ্ট করেছে, ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার অর্থই হবে যুদ্ধ, আর সে যুদ্ধের জবাব দেওয়া হবে উপযুক্ত সামরিক কৌশলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নির্বাহী আদেশে সই / কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র

আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের

সৌম্যর জায়গায় দলে এলেন সাকিব

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে কি ৭০ গুণ উত্তম?

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!

ট্রফি বিতর্কে এবার ভারতীয় গণমাধ্যমকে আক্রমণ নকভির

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনদুপুরে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

১০

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম আজাদ

১১

রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে বার্সা-পিএসজি, ফ্রিতে দেখবেন যেভাবে

১২

‘তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন’

১৩

কার মাধ্যমে ফেমাস হয়েছেন, জানালেন অনন্ত জলিল

১৪

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

১৫

নিম্নচাপে পরিণত সাগরের লঘুচাপ, কোন সমুদ্রবন্দর থেকে কত দূরে

১৬

সিজারের কাঁচি দিয়ে ৪ জনকে জখম করলেন চিকিৎসক

১৭

চিয়া সিডের তেল মাথায় দিলে কী হয়? জানলে চমকে যাবেন

১৮

রবিনসনের শতকেও লাভ হলো না, মার্শ ঝড়ে অস্ট্রেলিয়ার জয়

১৯

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

২০
X