কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪২

ইসরায়েলি হামলায় গাজায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় গাজায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ভোর থেকে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে দুপুর নাগাদ ৪২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (২ মে) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়, ভোরের দিকে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে।

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ভোর থেকে উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেশি।

এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সেখানে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই একই পরিবারের।

পৃথক হামলায় মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছেন। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী দুটি পৃথক বাড়িতে বোমা হামলা চালিয়ে শিশু ও নারীসহ বেসামরিক নাগরিক হত্যা করে। একই ঘটনায় বহু আহত হয়ে ধ্বংসস্তূপে পড়ে আছেন।

স্থানীয় সূত্র ওয়াফা সংবাদ সংস্থাকে জানিয়েছে, গাজা শহরের উত্তর-পশ্চিমে শেখ রাদওয়ান পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে হামলার পরও সরে যায়নি। সেগুলো কিছুক্ষণ পরপর চক্কর দিচ্ছে। মনে হচ্ছে, আরও হামলা করা হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে হামাসের সঙ্গে মতপার্থক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে তারা। এর ফলে যুদ্ধবিরতির স্বল্প সময়ের শান্তিও শেষ হয়ে যায়।

জাতিসংঘ বলছে, চলমান আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অঞ্চলটির অধিকাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া অবরুদ্ধ গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলমান রয়েছে। তীব্র সমালোচনা সত্ত্বেও ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত এখনো মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে চলতি বছরে ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

আলোচিত চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার শামীম আটক

ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

চিরকুটে লেখা ‘মান সম্মান সব গেছে’, পাশে দম্প‌তির মরদেহ

কেশবপুরে বিএনপি নেতা আবু হত্যার রহস্য উন্মোচনসহ দোষীদের গ্রেপ্তারের দাবি

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

১০

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

১২

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

১৩

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

১৪

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

১৫

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১৬

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১৭

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১৮

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১৯

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

২০
X