মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ২০ লাখ ফিলিস্তিনি ‘অনাহারে’ : ডব্লিউএইচও প্রধান

গাজায় খাদ্যের জন্য হাহাকার। ছবি : সংগৃহীত
গাজায় খাদ্যের জন্য হাহাকার। ছবি : সংগৃহীত

গাজায় ২০ লাখ ফিলিস্তিনি ‘অনাহারে’ রয়েছেন বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেয়েসাস। তিনি বলেন, ইসরায়েলের ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (১৯ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেয়েসাস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে ত্রাণ বাধাদানের কারণে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। তিনি জানান, গাজায় প্রায় ২০ লাখ মানুষ অনাহারে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. টেড্রোস জানান, ডব্লিউএইচও এবং অন্যান্য জাতিসংঘ সংস্থাগুলো গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে, তবে ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে। ইসরায়েল মার্চ মাস থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে, যার ফলে এই অঞ্চলের জনগণ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

তিনি বলেন, অবরোধের দুই মাসের মাথায়, ২০ লাখ মানুষ অনাহারে রয়েছে। সীমান্তের কাছে মাত্র কয়েক মিনিটের দূরত্বে ১ লাখ ৬০ হাজার টন খাদ্য আটকে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান উল্লেখ করেন, সীমান্তে ওষুধ আটকে থাকায় মানুষ প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে। এছাড়া হাসপাতালে হামলার কারণে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কূটনৈতিক কারণে গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধ করা প্রয়োজন। তার সরকার সীমিত পরিমাণে খাদ্য সহায়তার অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে, ডব্লিউএইচও প্রধানের মতে, এই সহায়তা পরিস্থিতির উন্নতিতে যথেষ্ট নয়।

এর আগে গাজায় আসন্ন দুর্ভিক্ষের কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজার মানুষ অনাহারে রয়েছেন। যুক্তরাষ্ট্র এ পরিস্থিতির উত্তরণ ঘটাবে।

জাতিসংঘের তথ্যমতে, গাজায় ২০২৩ সাল থেকেই মানবিক সংকট গভীরতর হয়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ছে, পানীয় জলের সংকট চরমে পৌঁছেছে, এবং খাদ্যের ঘাটতি প্রতিদিন বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় দ্রুত ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েলের নিরাপত্তা শঙ্কার কারণে সেই ত্রাণ প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্রবধূকে বেধড়ক পিটুনি, মৃত ভেবে পালিয়ে যান শ্বশুর-শাশুড়ি

সোহরাওয়ার্দী উদ্যানে ঝটিকা সফরে ঢাবি ভিসি

আতাউর রহমান ভূঞা স্মরণে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা

ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

আরব আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর  

সিলেটে কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন

১০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

ট্রেনে ঝুলানো সেই মতিউরের রক্তমাখা প্যান্ট হাতে কাঁদছে মেয়ে

১২

ট্রাম্পের নতুন আইন, বিপাকে লাখ লাখ ভারতীয়

১৩

রাজধানীর সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

১৪

৫ বছর পর গৃহকর্মী মাকে যেভাবে ফিরে পেলেন ছেলে

১৫

১৭ পুলিশ কর্মকর্তার বদলি

১৬

মেট্রো স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা ডিএনসিসির

১৭

চুয়াডাঙ্গায় ৫০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড

১৮

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

১৯

তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে : লায়ন ফারুক

২০
X