জর্ডানের হাতে উল্লেখযোগ্য পরিমাণ মার্কিন অস্ত্র রয়েছে। তা দিয়েই ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু প্রশিক্ষণ পাওয়া সেই বাহিনীকে পশ্চিম তীরে ঢুকতে অনুমতি দিচ্ছে না ইসরায়েল।
এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই বাহিনী প্রশিক্ষণের জন্য জর্ডানকে বেছে নেয় যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা। জর্ডানের আগে অধিকৃত পশ্চিম তীরে তাদের ছয় সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সাম্প্রতিক মাসে এই বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার গতি বাড়ানো হয়েছে।
বিশেষ করে গাজায় সন্ত্রাসবাদবিরোধী ভূমিকায় এই বাহিনীকে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা বেড়েছে। যুদ্ধ বন্ধে সব পক্ষকে চাপ দেওয়ার পাশাপাশি গাজার ভবিষ্যৎ নিয়েও আটঘাট বাঁধছেন বিশ্বনেতারা।
এ জন্য মিশর ও ফ্রান্সে পৃথক পৃথক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন, আরব, তুর্কি ও ইসরায়েলি কর্মকর্তারা এ নিয়ে বারবার বৈঠক করছে। ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব পেশ করেছেন, তাতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই বাহিনীকে প্রশিক্ষণ দিতে মিশর ও জর্ডানকে মূল ভূমিকায় রাখা হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন