এবার ইসরায়েলের হেলিকপ্টারে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটির সামরিক শাখা আল কাসেম বিগ্রেড এ হামলা চালায়। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাস জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পূর্ব মধ্য গাজার আকাশে কাসেম বিগ্রেডে ইসরায়েলের হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এ সময় ‘সাম-সেভেন’ ক্ষেপণাস্ত্র দিয়ে এটিতে আঘাত করা হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার বিষয়ে ইসরায়েলের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যে একের পর এক হামলার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। যুদ্ধ শুরুর পর থেকে হামলায় অন্তত ২১ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো। এ সময়ে সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনাঘাঁটিতে ১২ বার হামলা করা হয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন জানায়, সেনাঘাঁটিতে এসব হামলার ২১ সেনা আহত হয়েছেন। এ সময় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সময় আতঙ্কে আরও এক সেনা মারা গেছেন।
মার্কিন কর্মকর্তারা জানান, সেনাঘাঁটিতে এসব হামলার পেছনে ইরান জড়িত রয়েছে। তারা লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র ও তহবিল জুগিয়ে আসছে।
মন্তব্য করুন