ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুই দফা রকেট হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
এক এক্সবার্তায় ইসরায়েলি ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, ২০ বছর বয়সী একজনকে মৃদু আহত অবস্থায় ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া আরও দুজন মৃদু আহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ১২ বলেছে, তেল আবিবের দিকে ছোড়া আরও আটটি রকেট প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলের রাজধানীতে রকেট হামলার বিষয়টি স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইসরায়েল কর্তৃক গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জবাবে তারা তেল আবিবে নতুন করে রকেট হামলা করেছে।
এর আগে গত বুধবার তেল আবিব ও এর আশপাশের এলাকায় রকেট হামলা করে হামাস। গাজা থেকে রকেট হামলার কারণে তেল আবিব, রিশোন লেজিওন, ব্যাত ইয়াম, গিভাতাইম, রামাত গান, হোলোন ও অন্যান্য শহরে এয়ার রেইড সাইরেন বাজানো হয়।
মন্তব্য করুন