এবার ইসরায়েলকে সরাসরি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বুধবার তুরস্কের সংসদে আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, হামাস কোনো ‘সন্ত্রাসী সংগঠন’ নয়। তারা ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অপরাধযজ্ঞের সমালোচনা করেছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েল যা করছে তার কোনো বৈধতা বা যৌক্তিকতা নেই। ফিলিস্তিনি নারী-শিশুদের হত্যার কঠোর সমালোচনা করে ম্যাক্রোঁ আরও বলেন, গাজায় অসহায় নারী, শিশু এবং বৃদ্ধদের বোমা মেরে হত্যা করছে ইসরায়েল এই হত্যাকাণ্ডের কোনো বৈধতা নেই। শিগগিরই এই যুদ্ধ বন্ধ করা জরুরি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে ইসরায়েলবিরোধী জনমত গড়ে উঠছে এবং গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ইসরায়েলের ক্ষোভ ও প্রতিবাদের মুখে অনেকটাই পিছু হটেন তিনি। তারপরও ম্যাক্রোঁ নতুন করে গাজা যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের সমালোচনা করেছেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলকে নারী, অল্পবয়সী ছেলে-মেয়ে এবং শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। প্রায় দেড় মাস আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলের তীব্র সমালোচনায় সরব হলেন ট্রুডো। ইসরায়েলকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ জানিয়ে ট্রুডো আরও বলেন, সারা বিশ্ব টিভি এবং সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছে। বিশ্ববাসী ডাক্তার, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছে। সারা বিশ্ব গাজার ঘটনা দেখছে। কাজেই ইসরায়েলকে অবশ্যই এই অপরাধযজ্ঞ বন্ধ করতে হবে।
মন্তব্য করুন