কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কে হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি?

জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ট্রুডো। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ৯ বছর আগে ক্ষমতায় এলেও একসময় জনপ্রিয়তা হারান তিনি। দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন এবং জনগণের দাবির মুখে অবশেষে সোমবার (০৬ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ নেতৃত্বও ছেড়েছেন ট্রুডো।

ট্রুডোর পদত্যাগের পর তার জায়গায় দল এবং দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি নিউজ একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

শুরুতেই নাম আসছে, কানাডার সাবেক অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের। সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার আগে ট্রুডোর অন্যতম শক্তিশালী মিত্র ছিলেন তিনি। কানাডার রাজনীতিতে তিনি কূটনৈতিক এবং অর্থনৈতিক দক্ষতার জন্য ব্যাপকভাবে পরিচিত। চলমান সময়ে দেশের আর্থিক নীতি পরিচালনা এবং বাণিজ্য নেতৃত্বে শক্তিশালী পছন্দ হিসাবে এগিয়ে থাকবেন তিনি।

মার্ক কার্নি

এর পরেই আলোচনায় আছেন, মার্ক কার্নি, ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডা দুটিরই সাবেক গভর্নর। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ডার্ক হর্স হিসেবে আবির্ভূত হয়েছেন কার্নি। আন্তর্জাতিক অর্থনীতি, বিশিষ্ট কর্মজীবনের সঙ্গে কার্নির বৈশ্বিক দৃষ্টিভঙ্গির ভাণ্ডার রয়েছে। ক্ষমতাসীন লিবারেল নীতিতে সম্পৃক্ততা এবং স্থির নেতৃত্বের জন্য তার খ্যাতি রয়েছে।

ডমিনিক লেব্ল্যাঙ্ক

একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমান আন্তঃসরকার বিষয়কমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক ট্রুডোর ঘনিষ্ঠ আস্থাভাজন। এছাড়া লিবারেল পার্টির মধ্যে একজন অভিজ্ঞ নেতৃত্ব তিনি। এছাড়া তার প্রমাণিত ট্র্যাক রেকর্ড লেব্ল্যাঙ্ক শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

মেলানি জোলি

বিদেশি নেতাদের কাছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি একজন পরিচিত মুখ। ৪৫ বছর বয়সি জোলি ২০২১ সাল থেকে বিশ্বমঞ্চে কানাডার প্রতিনিধিত্ব করছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কানাডার সমর্থন প্রদর্শনে ইউক্রেনে বেশ কয়েকটি সফর করেছেন। এছাড়া ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হলে এই অঞ্চলে কানাডিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য তিনি জর্ডানে যান।

এ ছাড়াও ট্রুডোর উত্তরসূরি সম্ভাব্য তালিকায় রয়েছেন, ফিলিপ শ্যাম্পেন, প্রতিরক্ষামন্ত্রী অনীতা আনন্দ, ক্রিস্টি ক্লার্ক, জোনাথন উইলকিনসন, করিনা গোল্ড, ফ্রাঙ্ক বেলিসের মতো রাজনীতিবিদদের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে হেলপার নিহত

গাইবান্ধায় আ.লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, নিয়ে গেল গ্রিল-রড

৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমার বিষয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’ 

মাকে ভালোবাসি বলার দিন আজ 

ইইউর পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ

চট্টগ্রামে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১০

দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা, চালক নিহত

১১

আশা জাগিয়ে অল্প সময়েই ভেঙে পড়ল যুদ্ধবিরতি!

১২

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট বুধবার

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

ব্রহ্মপুত্র ন‌দে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই

১৫

১১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ জওয়ান নিহত

১৭

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

১১ মে : আজকের নামাজের সময়সূচি

১৯

ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধবিরতির সর্বশেষ খবর

২০
X