কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিতর্কিত বিলের বিষয়ে যা বললেন প্রেসিডেন্ট আলভি

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের দুইটি বিতর্কিত বিলে অনুমোদন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি জানান, এই বিল দুটিতে তিনি স্বাক্ষর না করে ফিরিয়ে দেন কিন্তু তার অধীনস্থরা ‘ইচ্ছের বিরুদ্ধে’ কাজটি করেছে।

গতকাল রোববার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এ কথা জানান। সোমবার (২১ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এই বিলগুলো পাস হয়ে আইনে পরিণত হলে দেশটির সামরিক বাহিনী আরও ক্ষমতাবান হবে। কারণ, বিলে সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয় প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেনাবাহিনীকে অবমাননার জন্য কারাদণ্ডের বিধান চালু করা হয়েছে।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন আইনমন্ত্রী আহমেদ ইরফান আসলাম সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী, বিলে প্রেসিডেন্টের কাছে সম্মতি দেওয়ার বিকল্প ছিল অথবা ‘সুনির্দিষ্ট মন্তব্য’ সহ বিলগুলোকে পার্লামেন্টের কাছে পাঠাতে পারতেন তিনি।

কিন্তু এসব না করে প্রেসিডেন্ট আলভি ‘ইচ্ছা করে সম্মতি প্রদানে বিলম্ব’ করেন; এবং সম্মতি বা কোনো মন্তব্য ছাড়াই বিলগুলো ফেরত পাঠান, জানান তিনি।

আসলাম জানান, প্রচলিত আইন অনুযায়ী, যেহেতু প্রেসিডেন্টের কাছ থেকে স্বাক্ষরিত বিল ১০ দিনের মধ্যে পাওয়া যায়নি, তাই এগুলো স্বয়ংক্রিয়ভাবে আইনের রূপান্তরিত হয়েছে।

এদিকে দেশটির সিনেট সচিবালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বিলগুলোতে ‘প্রেসিডেন্ট সম্মতি রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।’

বিতর্কিত এই বিলগুলো পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগেই প্রেসিডেন্ট আলভির কাছে পাঠানো হয়েছিল। আগামী নভেম্বরে নির্বাচন আয়োজনের উদ্দেশে গত ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাষ্ট্রীয় গোপন তথ্য (সংস্কার) বিল ও পাকিস্তান সেনাবাহিনী (সংস্কার) বিল দেশটির জাতীয় অধিবেশনে তুমুল বিতর্কের জন্ম দেয়।

‘অফিশিয়াল সিক্রেটস’ নামের বিলে প্রস্তাব রাখা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো গোয়েন্দা কর্মকর্তা, ইনফরম্যান্ট বা সোর্সের পরিচয় প্রকাশ করলে তাকে ৩ বছরের কারাদণ্ড ও ঊর্ধ্বে ১ কোটি রুপি (প্রায় ৩৪ হাজার মার্কিন ডলার) জরিমানার দণ্ডে দণ্ডিত করা যাবে।

আর অপর আইনে বলা হয়েছে, যদি কেউ রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ে কোনো সংবেদনশীল তথ্য প্রকাশ করে তাহলে, তাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়া কে এই এরফান?

হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

বিবিসি বাংলার প্রতিবেদন / বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় কলকাতা

সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১০

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

১১

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

১২

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

১৩

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

১৪

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

১৬

ক্ষমা চাইলেন সিমিওনে

১৭

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

১৮

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

১৯

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

২০
X