মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের প্রচার। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের প্রচার। ছবি : কালবেলা

ডাকসু ও জাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে এবার বেশ নড়েচড়ে বসেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনটির মনোনীত প্যানেল ইতোমধ্যে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে।

ইশতেহারে শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, পরিবহন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তাসহ শিক্ষার্থীদের কল্যাণমূলক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা।

ছাত্রদলের নেতারা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিস্থিতি অন্য বিশ্ববিদ্যালয়ের মতো হবে না। ছাত্রদল অন্য দুই বিশ্বিবদ্যালয়ের ভুল-ত্রুটি শুধরে নতুন উদ্যমে কাজ চালাচ্ছে। অন্য বিশ্ববিদ্যালয়ে যেসব অনিয়মে ফুটে উঠেছে, এসব এখানে না হলে ছাত্রদল জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বুঝে ইশতেহার তৈরি করেছি। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আমাদের প্যানেল কাজ করবে।’

তিনি বলেন, ‘ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আর অধিকার আদায়ের প্রশ্নে আমরা সবসময় আপসহীন ছিলাম। আমরা সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলের শিকার হয়ে আমি নিজেই মামলার প্রধান আসামিও হয়েছি। এবার চাকসুতে সুযোগ এসেছে নির্বাচিত প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের পাশে আরও শক্তভাবে থাকার। শিক্ষার্থীরা আমাদেরই নির্বাচিত করবে বলে আশাবাদী।’

জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেন, ‘আমাদের সংগঠন হলো দাবি আদায়ের সংগঠন। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্যই রাজনীতি করি। আমরা আমাদের ইশতেহারে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, চাওয়াগুলোই তুলে ধরেছি। আমরা বলেছি শিক্ষার্থীদের চাওয়াই আমাদের ইশতেহার। আমরা যে ইশতেহারগুলো দিয়েছি, সেগুলো আমরা এক বছরের মধ্যেই পূরণ করতে পারব বলে আমরা বিশ্বাসী। আর শিক্ষার্থীরা এখন সচেতন। তারা যোগ্য খুঁজেই ভোট দেবে।’

এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক কালবেলাকে বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি। আমাদের ইশতেহার সবার কাছে তুলে ধরছি৷ আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার পর তাদের চাওয়াগুলো নোট করে নিই। আমরা শিক্ষার্থীদের সাড়া পাচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

ছাত্রদলের ইশতেহারে কী আছে?

ইশতেহারে বলা হয়েছে, আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু, ম্যাটল্যাব ও গবেষণা সফটওয়্যারের ব্যবস্থা, কেন্দ্রীয় গ্রন্থাগার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, প্রতিটি হলে পাঠাগার স্থাপন এবং শহরের ২ নম্বর গেটে গ্রন্থাগারের শাখা খোলার উদ্যোগ নেওয়া হবে।

একাডেমিক জটিলতা নিরসনে ওপেন ক্রেডিট সিস্টেম, ক্রেডিট ট্রান্সফার এবং সেশনজট কমানোর প্রতিশ্রুতি রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভাতা বৃদ্ধি, ব্রেইল বই সরবরাহ ও হলে সিট সংরক্ষণের অঙ্গীকারও দেওয়া হয়েছে।

খাদ্য ও আবাসনে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য ‘একটি সিট, একটি পড়ার টেবিল’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে প্যানেলটি।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণে সিসিটিভি ক্যামেরা, হেল্পলাইন, আলোকসজ্জা বৃদ্ধি, সাইবার বুলিং ও যৌন হয়রানির বিরুদ্ধে আইনি সহায়তা সেল গঠন, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, নারী চিকিৎসক ও সাইকোলজিক্যাল কাউন্সিলর নিয়োগ, এবং মেয়েদের হলে ফার্মেসি ও জিমনেসিয়াম স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।

পরিবহনে শাটল ট্রেনের বগি বৃদ্ধি, শীতাতপনিয়ন্ত্রিত বগি সংযোজন, ই-কার ও বিশেষ বাস সার্ভিস চালু এবং ট্র্যাকিং অ্যাপ তৈরির ঘোষণা রয়েছে।

স্বাস্থ্যসেবায় মেডিকেল সেন্টারকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীতকরণ, ২৪ ঘণ্টা চিকিৎসা, ব্লাড ব্যাংক এবং মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিকাশে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনকেন্দ্রিক গবেষণাকেন্দ্র, আন্তবিভাগ প্রতিযোগিতা, সুইমিংপুল ও জিমনেসিয়াম নির্মাণ এবং ক্যারিয়ার উন্নয়নে অন-ক্যাম্পাস চাকরি, জব ফেয়ার, অ্যালামনাই বৃত্তি ও স্টার্টআপ সহায়তা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রচার ও উদার রাজনীতির বার্তা

ছাত্রদল প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ক্যাম্পাসের প্রতিটি জায়গায় চষে বেড়াচ্ছেন। রেলস্টেশন থেকে ঝুপড়ি, কটেজ থেকে হল, এমনকি নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। এর পাশাপাশি অনলাইন প্রচারণায়ও তারা সমানভাবে অংশ নিচ্ছে। তারা ভোট চাইছেন, পরামর্শ নিচ্ছেন। শিক্ষার্থীদের বার্তা দিতে চাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে মুক্তচিন্তা ও সৃজনশীলতার জায়গা।

দখলদারত্বের অবসানের আশ্বাস

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে দখলদারিত্বের অবসান হবে। বৈষম্যমুক্ত ক্যাম্পাস হবে। কিন্তু বাস্তবে আমরা সেটা দেখিনি। প্রভোস্ট হলে বিশেষ বিবেচনায় শিবিরের নেতাদের হলে আসন বরাদ্দ দিয়েছেন। হলের ক্যানটিনে খাবারের ক্ষেত্রে মিল সিস্টেমের নামে বৈষম্য হচ্ছে। আমরা এসবের অবসান চাই।

তিনি আরও বলেন, ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনোই আধিপত্য, খুন ও সহিংসতার রাজনীতি করেনি। ছাত্রদলের কারণে কখনোই ক্যাম্পাস বন্ধ হয়নি। নিয়োগ বা অন্যান্য অনৈতিক কোন কিছুর সাথেই ছাত্রদল জড়িত ছিল না। অতীতে আমরা ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় ছিলাম। ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন সহ্য করেও রাজনীতি চালিয়ে গেছি। আমরা গুপ্ত থেকে রাজনীতি করেনি। এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীরা জানে।

তিনি বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়াটিয়া হিসেবে ক্যাম্পাসে থাকতে চায় না। প্রতিটি শিক্ষার্থী সচেতন ও স্বাধীনচেতা। তারা জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে। তারা কারও জাকাতের টাকায় ক্যাম্পাসে পড়াশোনা করে না। তারা ক্যাম্পাসে সার্বিক বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক টিমের প্রধান কাজী জিয়াউদ্দিন বাসেত কালবেলাকে বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। গণমাধ্যমে অনেকগুলো অনিয়ম ফুটে উঠেছে। তবে আমরা এগুলো বিশেষ গুরুত্ব দিই নাই। আমরা গণতন্ত্রের জয়যাত্রায় শামিল থাকতে চাই।

তিনি বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের যে উৎসব শুরু হয়েছে, আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যে অনিয়মগুলো গণমাধ্যমে ফুটে উঠেছে, সেগুলোর পুনরাবৃত্তি যেন আর না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X