পরিবর্তিত পরিস্থিতিতে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু কখনো কোনো দল বা নেতার বিরুদ্ধে কটু কথা বলেননি। এটাই রাজনৈতিক শিষ্টাচার।’
রোববার (১২ অক্টোবর) রাজধানীর আশকোনা পশ্চিমপাড়ার আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘মিথ্যা মামলায় আমার ১৭ বছর সাজা হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি। আমি একজন ব্যবসায়ী, আমার বিরুদ্ধে কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ ওঠেনি।’
দলীয় মনোনয়ন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আপনারা যদি আমার সঙ্গে থাকেন এবং প্রাণ খুলে দোয়া করেন, ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাব।’
৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে কফিল উদ্দিন বলেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফায় আগামীর রাষ্ট্র কাঠামোর সব দিকনির্দেশনা রয়েছে। আপনারা এই ৩১ দফা জানবেন, বুঝবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
বিএনপি নেতা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা মহিলা দলের আহ্বায়ক জাকিয়া সুলতানা পান্না, যুগ্ম আহ্বায়ক সালমা মজুমদার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিউলী ইসলাম লাভলী, ৪৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আক্তার, যুবদল নেতা এম এ আজিজ, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও দক্ষিণখান শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুরুজ প্রমুখ।
মন্তব্য করুন