কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৭ ব্রিটিশ এমপিকে বহিষ্কার

ব্রিটিশ এমপি আফসানা বেগম। ছবি : সংগৃহীত
ব্রিটিশ এমপি আফসানা বেগম। ছবি : সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমসহ সাত ব্রিটিশ এমপিকে লেবার পার্টি থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আদেশে তাদের বহিষ্কার করা হয়। পার্লামেন্টে উত্থাপিত দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। তবে তাদের সংসদ সদস্য পদ বহাল থাকবে।

বহিষ্কৃতরা হলেন- আফসানা বেগম, জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, রেবেকা লং-বেইলি, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। এ ছয় মাস দলে তাদের পদবি ও দায়িত্ব স্থগিত থাকবে। পরে তারা আবার দলের কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন। তবে কারও কারও শাস্তি আরও বাড়তেও পারে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় জয়ের পর এ প্রথম কিয়ার স্টারমার বিরোধিতার মুখে পড়েন। এ ঘটনায় দলের মধ্যে আলোচনার ঝড় বইছে। সংশ্লিষ্টরা বলছেন, কিয়ার তার দলে কোনো বিরোধিতা সহ্য করবেন না- বহিষ্কারের মাধ্যমে এটির ইঙ্গিত দিলেন তিনি।

জানা গেছে, যুক্তরাজ্যে দুই সন্তানের জন্য ইউনিভার্সাল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারেন মা-বাবা। এর সুবিধায় সন্তানের সীমা তুলে দিতে সংসদে প্রস্তাব উত্থাপন করা হয়। বিলটি পাস হলে দুইয়ের বেশি সন্তানের জন্যও সুবিধা দাবি করা যেত। তেমনি বাড়ত সরকারি ব্যয়। এরই পক্ষে ভোট দেন ওই সাত এমপি। যদিও প্রস্তাবটি পাস হয়নি। পক্ষে ১০৩ ও বিপক্ষে ৩৬৩ ভোট পড়ায় তা বাতিল হয়ে যায়।

ভোট দেওয়ার আগে আফসানা বেগম ফেসবুকে লেখেন, ‘যুক্তরাজ্যের মধ্যে শিশু দারিদ্র্যের সর্বোচ্চ হারের কিছু অংশ পূর্ব লন্ডনে। আমি আজ দুটি শিশু সুবিধার সীমা বাতিল করতে ভোট দেব।’ পরে পক্ষে ভোট দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে এক্সে পোস্ট দিয়ে নিশ্চিত করেন।

উল্লেখ্য, লেবার পার্টির মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য হয়েছেন আফসানা বেগম। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট।

জানা গেছে, নির্বাচনে সাবেক স্বামীকে হারিয়েছেন আফসানা বেগম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার সাবেক স্বামী এহতেশামুল হকও। তবে জনপ্রিয়তায় তার ধারেকাছেও যেতে পারেননি তিনি।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আফসানা বেগম পেয়েছেন ১৮ হাজার ৫৩৫ ভোট। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইসহাউস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন গ্রিন পার্টির নাথালি বেইনফিট। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট। এ ছাড়া কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন চার হাজার ৭৩৮ ভোট। আর সর্বশেষ অবস্থানে রয়েছেন প্রাক্তন স্বামী এহতেশামুল হক। তিনি পেয়েছেন চার হাজার ৫৫৪ ভোট।

২০১৯ সালের প্রথম পার্লামেন্ট সদস্য হন আফসানা। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিত সংসদ সদস্য তিনি। ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে জোরালো ভূমিকা রাখেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত এই নেতা। গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েও আলোচনায় এসেছিলেন আফসানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে অপহরণের পর থানায় অভিযোগের পরামর্শ দেন তারা

সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

চবিতে দুই ছাত্রকে কুপিয়ে ছাদ থেকে ফেলে নির্যাতন

ফোরজি ইন্টারনেট নিয়ে সুখবর, সেপ্টেম্বর থেকে কার্যকর

মানুষের পালানোর সব পথ বন্ধ করতে শহরের চারপাশে দেওয়া হচ্ছে মাটির দেয়াল

শুধু সৌন্দর্যে নয়, পুষ্টিগুণেও ভরপুর শাপলা

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

১০

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ 

১১

বিদেশি পর্যটক ও বহিরাগতদের দখলদারিত্বের বিরুদ্ধে উত্তাল মেক্সিকো সিটি

১২

পৃথিবীর সব কূপ কেন গোলাকার হয়? 

১৩

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

১৪

সব পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার

১৫

বুমরাহর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরাম

১৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

১৭

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন চবির সহকারী প্রক্টর

১৮

প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়নের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

১৯

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

২০
X