কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন শিগগিরই

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

সম্পত্তি জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। দল ও দলের বাইরে থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, খুব শিগগিরই টিউলিপের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের আর্থিক বিষয়ের তদন্তকারী ব্রিটিশ কর্মকর্তা শিগগিরই তার রিপোর্ট দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্নীতি মোকাবিলার দায়িত্ব রয়েছে এমন একটি পদ থেকে পদত্যাগ করার জন্য টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বাড়ছে। প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করছেন। আমরা শিগগিরই তার তদন্তের বিষয়ে একটি আপডেট দিতে সক্ষম হব।

খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে গল্পের শিকার হয়েছেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে লন্ডনে সম্পত্তি প্রাপ্তির অভিযোগ উঠেছে। বাংলাদেশের অর্থ পাচারবিরোধী সংস্থা টিউলিপের দেশীয় ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও তথ্য চেয়েছে, যা সম্ভবত একটি বৃহত্তর আর্থিক তদন্তের শুরু মাত্র।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। দীর্ঘসময় ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং লেবার পার্টির রাজনীতি করেন। তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও।

অভিযোগ উঠেছে, খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিনামূল্যে সম্পত্তি গ্রহণ করেছেন টিউলিপ। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন তিনি।

এ ছাড়াও বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবারের ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম এসেছে। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর চাপের মুখে পড়েছেন টিউলিপ। অনেকেই মনে করছেন, পদত্যাগ না করলেও টিউলিপকে তার মন্ত্রীত্বের পদ থেকে বহিষ্কার করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে মির্জা আজমের বাসায় তিন ঘণ্টার অভিযান

কুয়েটে পর্যবেক্ষক দল পাঠাল ছাত্রদল

বাবার বিরুদ্ধে অপবাদ, প্রতিবাদ করায় মেয়েকে বেঁধে নির্যাতন

ছাত্রদলের প্রতি যে আহ্বান জানাল শিবির

পুলিশের সহযোগিতায় হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও আবুবকর সরকারের উদ্যোগ

চবিতে ছাত্রদল-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

পার্কে আত্মগোপনে শেখ হাসিনার সচিব, ঘিরে ধরেছে ছাত্র-জনতা

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

এসপি-ওসির বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১০

ওয়ালটনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ভিত্তিহীন

১১

‘উন্নয়ন ও বিশ্বায়ন: দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

১২

বাড়ি ভাড়ার খরচেই বিমানে করে অফিস যাতায়াত!

১৩

তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেইজিং

১৪

চার কারণে ভৈরব নদে ডুবছে পণ্যবাহী জাহাজ

১৫

পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

১৬

ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল : জুয়েল

১৭

পাবনায় আ.লীগ নেতাদের সঙ্গে পিপির গোপন বৈঠক

১৮

কুয়েটে হামলার ভিডিও প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্যবিরোধীরা

১৯

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার : গোলাম পরওয়ার

২০
X