কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জোট বেঁধে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়া-চীনের যুদ্ধবিমানের হানা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আগে কখনও যা ঘটেনি, তাই করে দেখাল রাশিয়া ও চীন। এই প্রথম এক জোট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে হানা দিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। এমন অপ্রত্যাশিত ঘটনায় হতবাক হয়ে গেছেন মার্কিন কর্মকর্তারা। সিএনএন জানিয়েছে, রাশিয়ার দুটি ও চীনের দুটি যুদ্ধবিমান একযোগে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করে।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড-নোরাডের উদ্বৃতি দিয়ে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢোকার পর বিমানগুলোকে তাড়া করে যুক্তরাষ্ট্রের এফ-16, এফ-35 এবং কানাডার CF-18 যুদ্ধবিমান। পরে রাশিয়া-চীনের বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ ছেড়ে চলে যায়।

পরে এক বিবৃতিতে নোরাড জানায়, বিমানগুলো আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। তবে বিমানগুলোকে ‘হুমকি’ হিসেবে মনে করছিল না নোরাড। পরে যুক্তরাষ্ট্র ও কানাডার জোট নোরাড রাশিয়ার TU-95 Bear ও চীনের H-6 বোমারু বিমানকে তাড়িয়ে দেয়। নোরাড জানিয়েছে, বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এবারই প্রথম H-6 বোমারু বিমান আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের এফ-16 ও এফ-35 যুদ্ধবিমান এবং কানাডার CF-18 যুদ্ধবিমানের তাড়া খেয়ে আলাস্কার আকাশসীমা ছেড়ে যায় রাশিয়া ও চীনের যুদ্ধবিমান।

বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীন ও রাশিয়ার বিমানবাহিনী বেরিং সাগরের প্রাসঙ্গিক আকাশসীমায় একটি যৌথ কৌশলগত টহল চালিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবেই এমনটা করা হয়েছে বলে জানায় বেইজিং।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০১৯ সাল থেকেই এমন টহল চালিয়ে আসছে দুই দেশ। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলীয় এলাকাসহ রাশিয়া থেকে আলাস্কাকে পৃথককারী সরু বেরিং প্রণালিতে এই যৌথ এয়ার পেট্রোল চালানো হয়। এই টহলে রাশিয়ার Su-30SM and Su-35S যুদ্ধবিমান অংশ নেয়।

বিমানগুলো পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে টহল চালিয়েছে বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই টহলের ভিডিও-ও প্রকাশ করেছে রাশিয়া।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধবিমান রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া জোর দিয়ে বলেছে, তাদের এই মহড়া ২০২৪ সামরিক সহযোগিতা পরিকল্পনার অংশ এবং এটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ছিল না।

এদিকে রাশিয়া ও চীনের এমন মহড়ার পেছনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ঝালিয়ে দেখার বিষয় আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তারা সব সময় আমাদের পরীক্ষা করে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুর ক্যান্টিনে ভাঙচুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে বিএনপির ‘গণ যাত্রা’

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

বড়দিন উপলক্ষে মেহজাবীনের সম্প্রতি বার্তা

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

আ.লীগের বিষয়ে ড. ইউনূসকে যা বললেন মার্কিন ৫ কংগ্রেসম্যান

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাসের বখতিয়ার

দেশে ফেরার জন্য কেন ২৫ ডিসেম্বর বেছে নিলেন তারেক রহমান, জানালেন মাহদি আমিন

অবসরপ্রাপ্তরা ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

চার দিনব্যাপী রিহ্যাব মেলা ২০২৫, আশিয়ান সিটির স্টল নং-৮

১০

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত ১

১১

এনটিএমসি বিলুপ্ত ও ইন্টারনেট বন্ধের সুযোগ নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

১৩

বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হলেন আম্মার অসীম

১৪

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনায় শীতবস্ত্র বিতরণ

১৫

গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকবেন তারেক রহমান

১৬

পরিবার নিয়ে পূর্বাচলের অভ্যর্থনা পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

১৭

নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের

১৮

মুগ্ধতায় শেহতাজ

১৯

ঘুষ প্রদানে শীর্ষে নোয়াখালী জেলার মানুষ : বিবিএস

২০
X