কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পপুলার ভোটেও জয়ের পথে ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছেন তিনি। কেবল ইলেক্টোরাল কলেজ নয়, পপুলার ভোটেও জয় পেতে চলেন সাবেক এ প্রসিডেন্ট।

বুধবার (০৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার পপুলার ভোটেও জয় পেতে চলেছেন তিনি। গত ২০১৬ সালে এমন অবস্থান করতে না পারলেও এবার সেটি করতে চলেছেন তিনি। ওই বছরে ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা পেলেও পপুলার ভোটে পিছিয়ে ছিলেন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে এখনো পর্যন্ত ৬ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ১০৬ পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৬ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৩৭৮ ভোট। ফলে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে দেখা গেছে, কমলার চেয়ে প্রায় ৫২ লাখ ৭০ হাজার ৭২৮ ভোট বেশি পেয়েছেন ট্রাম্প।

ট্রাম্প নির্বাচিত হলে তিনি ইতিহাসে অভিবাসীদের সবচেয়ে বড় নির্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া বৈদেশিক বাণিজ্যে আরও শুল্ক আরোপ এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করারও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এসব কথা বললেও তা বাস্তবে কীভাবে কী করা হবে তা কিছু জানায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

অপরদিকে কমলা এখনো হাল ছাড়ছেন না। তার প্রচারশিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, ‘আমাদের এখনো ভোট গণনা করা বাকি আছে। আমাদের এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনো নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

১০

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

১১

তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকায়

১২

বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে : সালাহউদ্দিন

১৩

রাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৪

বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ যে ৫ দেশে

১৫

শেষ হলো জকসুর ভোট গ্রহণ ‎ ‎

১৬

গাইবান্ধায় বিপন্ন ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার

১৭

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

১৮

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

১৯

কাঁপছে কক্সবাজার

২০
X