কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে ফিরে বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে জি৭ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। তার সম্মেলন ত্যাগের কিছুক্ষণ পর একই পথে হাঁটছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যাচ্ছেন। এ রুমে উপস্থিত থাকতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদেরও।

মঙ্গলবার (১৭ জুন) মার্কিন নেতাদের এমন তড়িঘড়িতে বিশ্বে জল্পনা-কল্পনা চলছে। পরিস্থিতি এতই উত্তেজনাপূর্ণ যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও মন্তব্য করেন।

তবে এয়ার ফোর্স ওয়ানে উঠে ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে জি৭ সম্মেলন তাড়াতাড়ি ছেড়ে যাননি।

তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ভুল বলেছেন। তিনি জানেন না কেন আমি এখন ওয়াশিংটনের পথে। এটি অবশ্যই যুদ্ধবিরতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি তার চেয়ে অনেক বড়।

ট্রাম্প তার প্রস্থানের কারণ সম্পর্কে বিস্তারিত বলেননি। তবে তার পোস্ট শেষ করেছেন ‘অপেক্ষা করুন!’ বলে।

মাখোঁ বলেছিলেন, ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে সম্মেলন থেকে ওয়াশিংটন ফিরছেন।

সোমবার রাতে আলবার্টায় জি৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে ট্রাম্পের প্রস্থান ইতিবাচক। প্রকৃতপক্ষে একটি বৈঠক ও আলোচনার প্রস্তাব রয়েছে। বিশেষ করে যুদ্ধবিরতি অর্জন এবং তারপর ব্যাপক আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে অ্যাক্সিওস জানায়, হোয়াইট হাউস এই সপ্তাহে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। সেখানে বড় সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফক্স নিউজের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান পুনর্বিন্যাস করেছে। যাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলে তা মোকাবিলা করা যায়।

হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিতব্য বৈঠকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হেগসেথ। তবে ফক্স নিউজে বলেছেন, এই পদক্ষেপগুলো (সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস) আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তিনি বলেছেন, ইসরায়েল ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১০

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১১

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১২

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৪

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৫

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৬

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৭

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৮

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X