কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

জাপান-কোরিয়াসহ ১৪ দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আমদানি পণ্যের ওপর নির্ধারিত উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের কাছে চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের পণ্যের ওপর নতুন শুল্ক হার কী হতে পারে। খবর বিবিসির।

হোয়াইট হাউসের পূর্ব ঘোষণায় বলা হয়েছিল, ৯ জুলাইয়ের মধ্যে ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হবে। তবে সোমবার (৭ জুলাই) ট্রাম্প এ বিষয়ে তার সিদ্ধান্ত জানালেন। তার ভাষায়, নির্ধারিত শুল্ক হার ‘উচ্চ বা নিম্ন’ হতে পারে, যা সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নির্ভর করবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে শুল্ক সংক্রান্ত চিঠিগুলো তুলে ধরেন। চিঠিতে তিনি জানান, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হতে পারে।

ঘোষণা অনুযায়ী, মিয়ানমার ও লাওস থেকে আমদানিকৃত পণ্যে ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশে ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ায় ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসা ও শিল্প খাতকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করবে এবং দেশজ উৎপাদন ও কর্মসংস্থান বাড়াবে।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত শুল্কের ফলে অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও তার প্রভাব পড়তে দেখা যায়। বিশেষত টয়োটার শেয়ারে ৪ শতাংশ পতন দেখা যায়।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিভিন্ন দেশ নতুন করে প্রস্তাব দিচ্ছে এবং চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করছে।

তিনি বলেন, ‘আমার মেইলবক্সে একরাতেই বেশ কয়েকটি নতুন প্রস্তাব এসেছে।’

গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম যখন শুল্ক আরোপের ঘোষণা দেন, তখনই আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। তার দাবি, এই সিদ্ধান্ত পারস্পরিক প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায়ভাবে শুল্ক আরোপ করে, তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ।

বিশেষ করে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে স্টিল, গাড়ি, ওষুধ, কাঠসহ কয়েকটি খাতে আলাদা করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

তবে, চুক্তি এগোলেও জটিলতা রয়েই গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, ভিয়েতনাম ও আংশিকভাবে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। ভারতের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চললেও তারা এখনো শুল্ক সংক্রান্ত কোনো চিঠি পায়নি বলে জানা গেছে। ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।

তবে ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ার করে বলেন, যদি চুক্তিতে না আসে, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

একইভাবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জাপান চুক্তিতে না এলে তাদের পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার ভয়াবহ ভাঙনে মুহূর্তে বিলীন ১৯ স্থাপনা

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

যশোরে ইমামবাড়াতে চুরি, খোয়া গেছে দেড়শ বছরের পাঞ্জা

সহপাঠীকে মারধর, তা’মীরুল মিল্লাতের ৫ শিক্ষার্থীকে টিসি

১৮তম শিক্ষক নিবন্ধন : ফল নিয়ে অসন্তোষ, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীতের কারণ চিঠিতে ব্যাখ্যা করলেন নেতানিয়াহু

হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ

ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দিলেন এএসআই

১০

সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

১১

ভারতে ভার্চুয়াল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম

১২

উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

১৩

আইপিএল জেতা ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১৪

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

১৫

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ

১৬

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

১৭

ইতিহাস গড়ার ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

১৮

কর্মস্থলেই ওয়াশরুমের দরজায় ফাঁস দিলেন অফিস সহকারী

১৯

‘তামিম ছিলেন আদর্শ, এখন ট্রাভিস হেড অনুপ্রেরণা’

২০
X