কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

জাপান-কোরিয়াসহ ১৪ দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আমদানি পণ্যের ওপর নির্ধারিত উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের কাছে চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের পণ্যের ওপর নতুন শুল্ক হার কী হতে পারে। খবর বিবিসির।

হোয়াইট হাউসের পূর্ব ঘোষণায় বলা হয়েছিল, ৯ জুলাইয়ের মধ্যে ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হবে। তবে সোমবার (৭ জুলাই) ট্রাম্প এ বিষয়ে তার সিদ্ধান্ত জানালেন। তার ভাষায়, নির্ধারিত শুল্ক হার ‘উচ্চ বা নিম্ন’ হতে পারে, যা সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নির্ভর করবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে শুল্ক সংক্রান্ত চিঠিগুলো তুলে ধরেন। চিঠিতে তিনি জানান, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হতে পারে।

ঘোষণা অনুযায়ী, মিয়ানমার ও লাওস থেকে আমদানিকৃত পণ্যে ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশে ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ায় ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসা ও শিল্প খাতকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করবে এবং দেশজ উৎপাদন ও কর্মসংস্থান বাড়াবে।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত শুল্কের ফলে অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও তার প্রভাব পড়তে দেখা যায়। বিশেষত টয়োটার শেয়ারে ৪ শতাংশ পতন দেখা যায়।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিভিন্ন দেশ নতুন করে প্রস্তাব দিচ্ছে এবং চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করছে।

তিনি বলেন, ‘আমার মেইলবক্সে একরাতেই বেশ কয়েকটি নতুন প্রস্তাব এসেছে।’

গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম যখন শুল্ক আরোপের ঘোষণা দেন, তখনই আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। তার দাবি, এই সিদ্ধান্ত পারস্পরিক প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায়ভাবে শুল্ক আরোপ করে, তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ।

বিশেষ করে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে স্টিল, গাড়ি, ওষুধ, কাঠসহ কয়েকটি খাতে আলাদা করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

তবে, চুক্তি এগোলেও জটিলতা রয়েই গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, ভিয়েতনাম ও আংশিকভাবে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। ভারতের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চললেও তারা এখনো শুল্ক সংক্রান্ত কোনো চিঠি পায়নি বলে জানা গেছে। ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।

তবে ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ার করে বলেন, যদি চুক্তিতে না আসে, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

একইভাবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জাপান চুক্তিতে না এলে তাদের পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

১০

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

১১

সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৫০২ প্রাণ

১২

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

১৩

ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ  / সাত দিনে জরিমানাসহ ১৭ লাখ টাকা আদায় 

১৪

ভারতে বিশাল বিনিয়োগের পথে গুগল

১৫

বিদেশি কর্মী নিয়োগে যে সুবিধা দেবে মালয়েশিয়া

১৬

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৭

আরও ৩৮ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১৮

অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যুতে ৩ কারখানায় অসন্তোষ

১৯

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, অতঃপর...

২০
X