আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

স্মার্ট হচ্ছে পরীক্ষা পদ্ধতি

স্মার্ট হচ্ছে পরীক্ষা পদ্ধতি

বদলে যাচ্ছে শিক্ষাক্রম; তাই বদলাতে হবে পরীক্ষা পদ্ধতিও। নতুন শিক্ষাক্রমে এসএসসি বা মাধ্যমিকের আগে কোনো পাবলিক পরীক্ষা না থাকায় ‘স্মার্ট পদ্ধতি’তে এ পরীক্ষা আয়োজনের কথা ভাবছে দেশের শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পদ্ধতিতে পরীক্ষার শুরু থেকে শেষ, পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। এরই মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২০২৬ সালে। মূলত ওই পরীক্ষা স্মার্ট পদ্ধতিতে অনুষ্ঠানের লক্ষ্যেই এগোচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে এরপর একই পদ্ধতিতে হবে এইচএসসি পরীক্ষাও।

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার কৌশল নির্ধারণে সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’-এর আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে ২০টি স্মার্ট শিক্ষা কার্যক্রম প্রদর্শন ও ১১টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারগুলোতে অংশ নেয় মাউশি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও ব্র্যাক আইইডি। সেখানে ‘স্মার্ট শিক্ষা বাস্তবায়নে স্মার্ট পরীক্ষা পদ্ধতি’ সম্পর্কে ধারণাপত্র তুলে ধরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

চলতি বছর থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর বা ২০২৪ সালে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে। এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে।

এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন শিক্ষাক্রম পুরোপুরি (দশম শ্রেণি পর্যন্ত) বাস্তবায়ন হতে ২০২৫ সাল পর্যন্ত সময় লাগবে। ২০২৬ সালে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করবে।

কেমন হবে স্মার্ট পরীক্ষা পদ্ধতি : প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে বিষয়ভিত্তিক শিক্ষকরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে প্রশ্নপত্র প্রণয়ন করেন এবং পরিশোধনের মাধ্যমে চূড়ান্ত করেন। প্রস্তাবিত স্মার্ট পরীক্ষা পদ্ধতিতে সারা দেশের শিক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রশ্ন সংগ্রহ করা হবে। সংগৃহীত প্রশ্নগুলো অনলাইনে বিশেষজ্ঞ ও মাস্টার ট্রেইনারের মাধ্যমে পরিশোধন করা হবে।

প্রচলিত পদ্ধতিতে চূড়ান্ত প্রশ্নপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিজি প্রেসে ছাপানো হয় এবং প্যাকেট করে ট্রাঙ্কে ভরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ প্রহরায় জেলার ট্রেজারিতে পাঠানো হয়। স্মার্ট পদ্ধতিতে পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে একযোগে প্রতিটি কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র পাঠানো হবে। পরীক্ষাকেন্দ্রের যাবতীয় কার্য সিসি ক্যামেরা/এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করবে বোর্ডসহ অন্যান্য মনিটরিং টিম।

প্রচলিত পদ্ধতিতে প্রস্তুতকৃত চূড়ান্ত ফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং ইমেইলের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়। এ ছাড়া পরীক্ষার্থীরা টেলিটকে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারে। আর স্মার্ট ব্যবস্থায় পরীক্ষার ফল প্রকাশ হবে অনলাইনে।

প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা শেষে উত্তরপত্র প্যাকেটে ভরে সিলগালা অবস্থায় সশরীরে অথবা রেলওয়ে পার্সেলে বোর্ডে পাঠানো হয়। স্মার্ট পদ্ধতিতে পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র স্ক্যান করে অনলাইনে সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে।

এখন মূল্যায়নের জন্য বোর্ডের প্রধান পরীক্ষক ও অন্য পরীক্ষকদের কাছে উত্তরপত্র হস্তান্তর করা হয়। স্মার্ট পদ্ধতিতে বোর্ড প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে উত্তরপত্রের সফটকপি পাঠানো হবে। মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকরা প্রাপ্ত নম্বরসহ সব তথ্য অনলাইনে বোর্ডে পাঠাবেন।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, পরীক্ষা সংক্রান্ত যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে, সেটি নতুন শিক্ষাক্রমের আলোকে করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শেষে পরীক্ষা পদ্ধতিতে প্রয়োজনে সংযোজন-বিয়োজন করা যাবে। কিন্তু মৌলিক জায়গায় ‘অনলাইন পদ্ধতি’ থাকবে।

বোর্ডের কর্মকর্তারা জানান, দেশে হাওর ও পার্বত্যাঞ্চল রয়েছে। সেখানে নেটওয়ার্ক ও কম্পিউটারের স্বল্পতা রয়েছে। পরীক্ষার্থীদের প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা শহরে এসে, থেকে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। বিদ্যুতের উন্নয়ন হলেও তারা এ পদ্ধতিতে পরীক্ষা দিতে কতটা প্রস্তুত—সেটাও দেখতে হবে। আর অনলাইনভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ। এখন যে পদ্ধতি, সেখানে সিসি ক্যামেরার কথা বলা হয়েছে। তবে পুরো পদ্ধতি অনলাইন হলে এআই লাগবে—সেটা প্রস্তাবনায় রেখেছি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, স্মার্ট পরীক্ষা পদ্ধতি চালুর জন্য এখন পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেই। কিন্তু আমরা বিষয়টি নিয়ে ভাবছি। অনলাইনে প্রশ্ন প্রেরণ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া ও ফলাফল; এর জন্য প্রযুক্তির ব্যবহার প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে হবে। এর পাশাপাশি বিদ্যুৎসহ অনেক সমস্যা রয়েছে। স্মার্ট পরীক্ষা পদ্ধতি আমাদের প্রাথমিক পর্যায়ের উপস্থাপনা। এটি নিয়ে আরও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা, সেমিনার-সিম্পোজিয়ামের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আমাদের সব সংস্থা, দপ্তর-অধিদপ্তর মিলে মন্ত্রণালয়ের মাধ্যমে অচিরেই আরও পরীক্ষা-নিরীক্ষা করব। যারা বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তাদের সঙ্গে আরও সেমিনার-সিম্পোজিয়াম হবে। তারপর এ বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে যেতে পারব।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রশ্ন প্রণয়ন থেকে পরীক্ষার ফল পর্যন্ত সব অনলাইনে সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করার চিন্তা করা হচ্ছে। হলে পরীক্ষার্থীদের দেওয়া বিশেষ ট্যাবে শুধু প্রশ্নটিই দেখা যাবে, অন্য ফিচার থাকবে না। এগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। মূলত, যুগের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা পদ্ধতিকে স্মার্ট করতেই এ উদ্যোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটেরও মৃত্যু, নিহত বেড়ে ৬

শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে তথ্য উপদেষ্টার ‘কয়েকটি কথা’

তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

বনাঞ্চল উজাড় করে মাছের ঘের

সরকার-নির্বাচন কমিশন চাইলে আ.লীগকে নিষিদ্ধ করতে পারে : মঈন খান

শঙ্খের ভাঙনে বিলীন ধানি জমি, আতঙ্কে উপকূলবাসীরা

টোকিওর হোটেলগুলোকে সতর্ক থাকার নির্দেশ

পাক-ভারত উত্তেজনায় আইপিএল স্থগিত

গাছের ‘তেলে’ দৌড়াল ইঞ্জিন

১০

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

১১

ক্ষেপণাস্ত্র চালাল উত্তর কোরিয়া

১২

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন  

১৩

পরোয়ানা নিয়ে সাজেদুলের বাড়ি যাওয়া এসআই প্রত্যাহার

১৪

যুদ্ধ পাকিস্তান শুরু করেছে দাবি শেবাগের

১৫

যমুনার চরে ফসলের বিপ্লব

১৬

স্বেচ্ছাসেবকলীগ নেতা এখন জিয়া মঞ্চের গুরুত্বপূর্ণ পদে

১৭

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটে’ খেপেছে যুক্তরাজ্য

১৮

৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত ২

১৯

বোমা আতঙ্কে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, ভিডিও ভাইরাল

২০
X