রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
রোববার (০৭ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সকাল ১০টায় নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
হোটেল হলিডে ইনের ইলিশ কনফারেন্স হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা সম্মেলন প্রাঙ্গণ পরিদর্শন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাসাবো বালুর মাঠে বেলা ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হিসেবে উপস্থিত থাকবেন মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস।
গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
সময় টিভির রিপোর্টার আসিফ মুহাম্মদ সিয়ামের ওপর আদালতে হামলার প্রতিবাদ এবং হামলাকারী আইনজীবী মহিউদ্দিন মাহির শাস্তির দাবিতে বেলা ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন।
মন্তব্য করুন