

বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা। শনিবার (০৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে ভাষানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আগুনে ওই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত জামায়াতের আমির স্থানীয় মাদবরায় মোহাম্মদ রেজাউল করিম মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মিজানুর রহমান ফকিরের স্ত্রী তহমিনা বেগম বলেন, ‘রাত আড়াইটার সময় তিনি বাথরুম ব্যবহার করার জন্য বাইরে বের হয়ে দেখি জামায়াত নেতার ঘরে আগুন জ্বলছে। এক পর্যায়ে ৩টি ককটেল ফুটানোর শব্দ শুনতে পাই। পরে রাস্তার দিকে তাকিয়ে দেখি দুটি মোটরসাইকেল যোগে মুখোশ পরা চারজন পালিয়ে যাচ্ছেন।’
ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাতে স্ত্রী-সন্তান নিয়ে আমি প্রতিদিনের মতো রাত ১০টার সময় ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আমার ঘুম ভাঙে। তাৎক্ষণিক ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার এবং চাচাতো ভাই সিরাজুল হকের দুটি ঘর পুড়ে যায়।’
তিনি বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে চাচাতো ভাইয়ের ঘরটি সম্পূর্ণ পুড়লেও আমার ঘরের চালা পুড়ে গেছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আগের দিন আমাদের দলের দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বারের পোস্টার ও ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সে ঘটনায় রোববার (০৯ নভেম্বর) আমরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করার দিনক্ষণ ঠিক করি। এর জের ধরেই আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’
তিনি দাবি করেন, ফেস্টুন আর পোস্টার পোড়ার প্রতিবাদ যেন না করতে পারি সেজন্যই আমার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নির্বাচনে আমাদের ভয় দেখাতেই আগুন আর ককটেল ফাটানো হয়েছে।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শহীদুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। এসব অপরাধকে প্রশ্রয় দেওয়া যায় না। আমি ঘটনার নিন্দা জানাই।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন