কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবির রেজিস্ট্রারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মুখ খুললেন আম্মার

রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও জিএস আম্মারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও জিএস আম্মারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে ঘটনার বর্ণনা দিয়েছেন জিএস সালাহউদ্দিন আম্মার।

রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজিস্ট্রারের কক্ষে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন তিনি।

জিএস সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অপসারণের আন্দোলন চলছে প্রায় ২৩ দিন। তাদের ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এর থেকে বড় পেরেশানি আমার কাছে আর কিছুই হতে পারে না বা হওয়া উচিতও নয়। আমি ভিসি স্যারকে বারবার অনুরোধ করেছি মঙ্গলবারে যেন স্যার এটার সমাধান করেন, পরে স্যার বৃহস্পতিবার তাদের বিভাগের চেয়ারম্যানকে অপসারণের কাগজে স্বাক্ষর করেন দুপুর আড়াইটার দিকে। স্বাক্ষর করে স্যার রেজিস্ট্রার স্যার বরাবর প্রেরণ করেন এ কাগজ, এখন শুধু একটাই কাজ সেটা হলো রেজিস্ট্রার ফর্মালিটিগুলো মেইন্টেইন করে বিভাগে ইস্যু করবেন। এটা চাইলে বৃহস্পতিবার করা যেত কিন্তু একটা জিনিস ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সবাই, সচেতন শিক্ষার্থীরা সবাই জানে যে বিভাগের চেয়ারম্যান রেজিস্ট্রার মহোদয়ের প্রত্যক্ষ সমর্থনে সভাপতি হয়েছিলেন।

সেই কাগজটা রোববার বেলা ২টা পর্যন্ত আটকে রাখা হলো, তার মানে ২৪তম দিনের মতো ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে তালা মারা। পরে ভিসি মহোদয়ের সচিবকে কল দিলে উনি বললেন রেজিস্টারের তো এটা অনেক আগে ইস্যু করার কথা। তখন আমি রেজিস্ট্রার স্যারকে কল দিলে উনি ধরেননি।

এরপর বাধ্য হয়ে আমি রেজিস্ট্রার দপ্তরে যাই ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী ভাইবোনদের নিয়ে। দপ্তরে ঢুলে রেজিস্ট্রার দপ্তরের সম্ভাবত একান্ত সচিব জানালেন—ভেতরে স্যার একটা প্রোগ্রাম করতেছেন, আপনাকে পরে আসতে বলছে!! এটা শুনে আপনাদের কার কি মনে হবে জানি না তবে আমার ১১৫০০+ ভোটের আমানতের কথা চিন্তা করে মাথায় রক্ত উঠে গেল। রেজিস্ট্রার দপ্তরে রাজনৈতিক প্রোগ্রাম করবেন সেটার জন্য এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু সাইড হয়ে থাকবে?

আমি আবার উনাকে বললাম—স্যারকে বলেন! রাজনৈতিক প্রোগ্রাম করবে করুক কিন্তু এটা আর্জেন্ট। উনি ফিরে এসে একই কথাই বললেন—আমাকে পরে আসতে বলেছে। আমি তখন নিজেই ঢুকে গেলাম, স্যারকে জিজ্ঞাসা করলাম যে চিঠি আজ ইস্যু হবে কি না তখন উনি চড়াও হওয়া শুরু করলেন যার পুরোটাই ভিডিওতে দেখবেন। আর শেষে ভিডিও কেটে গেছে সম্ভবত যিনি ভিডিও করছিলেন তার দিকে স্যার তেড়ে আসেন, উনি ভয়ে কেটে দেন ভিডিও।

সেখান থেকে বেরিয়ে আসি শিক্ষার্থীদের নিয়ে কারণ আমার কাছে সমাধান বেশি জরুরি। আমি এটা ইস্যু করলে অন্যদিকে যাবে, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চিঠির ইস্যু আবার পেছাবে। কিন্তু সন্ধ্যা হতে হতে মুখে মুখে চলে যায় এবং ভিডিও কয়েকজনের কাছে ছড়িয়ে যায়।

ব্যক্তি সালাহউদ্দিন আম্মার এ বিশ্ববিদ্যালয়ের কিছুই না; কিন্তু যে পদে আমি আছি সেটার সম্মান আজ ক্ষুণ্ন হয়েছে। আমি শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সিনেট সদস্য। আর একটা বিষয় ক্লিয়ার করি! রেজিস্টার মূলত একটি অফিসার পদ, ওখানে যিনি বসবেন তিনি অফিসার, কোনো সুবিধা নেওয়ার জন্য উনি শিক্ষকের থেকে সাত স্তর নিচে গিয়ে রেজিস্ট্রার হলেন আমার জানা নেই।

তবে যে কয়টা দিন জিএস আছি, ইনশাআল্লাহ কোনো দপ্তর কাজ আটকাইয়া রাখলে বলবেন! শিক্ষার্থীদের সঙ্গে বিন্দু পরিমাণ প্রহসন চলবে না, আপনি রাজনীতি করেন আর যাই করেন অফিস টাইমে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, রোববার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে রেজিস্ট্রারের কক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও সালাহউদ্দিন আম্মারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

প্রকাশ্যে গুলিতে নিহত সেই ব্যক্তির পরিচয় জানা গেল

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইতিহাস গড়লেন বিলি আইলিশ

অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন

ঘন ঘন চা পান করলে কি কিডনিতে পাথর জমে?

বনানী সোসাইটি নির্বাচনে দিলন-ইরফান প্যানেলের নিরঙ্কুশ জয় 

আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস : রাশেদ খাঁন

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য, সম্পর্ক ছিন্নের ঘোষণা বাবার

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী

১০

আপনিও কি সবুজ আলু খান? জেনে নিন কী ক্ষতি হতে পারে

১১

এখন একটি নির্বাচিত সরকার খুব দরকার : মির্জা ফখরুল

১২

আইপিএল খেলা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

১৩

২০২৬ সালের সরকারি ছুটির তারিখগুলো দেখে নিন

১৪

নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৫

রাজধানীতে সিনেমা স্টাইলে গুলি, সিসি ক্যামেরায় যা দেখা গেল

১৬

১১ ব্যাংকে ১০১৭ পদে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

১৭

নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স

১৮

এবার শ্রদ্ধার বিপরীতে রণদীপ

১৯

খালেদা জিয়ার সম্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সুমন

২০
X