কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সদস্যদের রক্তদানে আগ্রহী হতে বলল যুব রেড ক্রিসেন্ট

ঢাকা কলেজ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পেইনের আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট। ছবি : কালবেলা
সদস্যদের রক্তদানে আগ্রহী হতে বলল যুব রেড ক্রিসেন্ট

নতুন সদস্যদের রক্তদানে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছে যুব রেড ক্রিসেন্ট। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পেইনে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

অর্ধ দিনব্যাপী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালনা করেন ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট।

আয়োজকেরা জানান, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা নিয়মিত রক্ত দিয়ে থাকেন। নতুন সদস্যদের রক্তদানে আগ্রহী করতে এ আয়োজন করা হয়। এ ছাড়াও ক্যাম্পেইনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদানে উৎসাহিত করা হয়। ক্যাম্পেইনে প্রায় ৭৫ জনের বেশি রক্ত দান করে। এ সময় ডোনারদের একটি রেড ক্রিসেন্টের মগ, ডোনার কার্ড দেওয়া হয়।

রক্তদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন বলেন, মানবসেবা মানুষের পরম ধর্ম। মানুষকে সেবা করার সৌভাগ্য সবার হয় না। যারা রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের এ সৌভাগ্য হয়। স্বেচ্ছায় রক্তদান একটি সেবামূলক কর্মসূচি। রক্তদানে একটি মানুষের জীবন বেঁচে যেতে পারে।

শিক্ষার্থীদের রক্তদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের আহ্বান করব, তোমরা স্বেচ্ছায় রক্তদান করবে। মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে।

ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা মো. ফরিদুল ইসলাম বলেন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজের নিয়মিত কার্যক্রমের অংশ হলো রক্তদান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে। যে কোনো দুর্যোগের জন্য নিজেদের সবসময় প্রস্তুত রাখে আমাদের সদস্যরা।

ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী দলনেতা-১ মোজাম্মেল হক রাজীব বলেন, ঢাকা কলেজ ইউনিট দেশ জাতির কল্যাণে যে কোনো দুর্যোগে আত্মনিয়োগ করে থাকেন। আমাদের সদস্যরা নিয়মিত রক্ত প্রদান করে আসছে। আজকের এই আয়োজন করার মূল উদ্দেশ্য হলো নতুন সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদানে উৎসাহ প্রদান করা।

তিনি বলেন, রক্তের বিকল্প কেবল রক্তই, যেহেতু রক্ত কোনো কারখানায় তৈরি হয় না। একটু মানবিক হয়ে যদি ৫ মিনিটের রক্ত দান করতে পারে, তাহলে বেঁচে যায় একটি প্রাণ।

ক্যাম্পেইনে এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সেখ সাব্বির আহমেদ, ঢাকা কলেজ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত বিভাগের ইনচার্জ ডা. জাহিদুর রহমানসহ যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

বাঙলা কলেজ শিক্ষার্থী শহীদ সাগরের মৃত্যুবার্ষিকী আজ

কেশবপুরে ৩১ দফার প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা 

ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্বপ্ন গড়ার সূতিকাগার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

গণঅভ্যুত্থান মেহনতি মানুষের কষ্ট লাঘব করেনি : সাইফুল হক 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

১০

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

১১

বৃষ্টির দেখা নেই, আমন চাষে বিপাকে কৃষক

১২

প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় কারা সুযোগ পাবে, বাছাই হবে যেভাবে

১৩

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

১৪

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

১৫

নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক

১৬

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

১৭

সরকার উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

১৮

জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারে কান্না থামেনি আজও

১৯

মুজিববাদের কবর দিতে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই : এ্যানি

২০
X