ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সংবিধান মতে নির্বাচন না হলে তৃতীয় শক্তির উদ্ভব হবে। বিএনপি ভোটের ভয়ে নির্বাচনে আসেনি। তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। বিগত সময়ে ক্ষমতায় থেকে বিএনপি লুটপাট করেছে। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার মূল্যায়ন করবে জনগণ।
তিনি বলেন, আমি বিগত সময়ে কী করেছি তা আপনারা জানেন। আমি কখনো কোনো দলের লোকজনকে অশান্তিতে রাখিনি। আমার বাসার দরজা সবার জন্য খোলা ছিল। আনোয়ারা কর্ণফুলীর মানুষের জন্য আমার কাছে দলীয় পরিচয় ছিল না।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, তারেক জিয়া লন্ডন থেকে অসহযোগ আনদোলনের ডাক দেয়। পলাতক ব্যক্তি আন্দোলন করবে কীভাবে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল না দিলে সংযোগ কেটে দেবে তখন তারেক জিয়া কী করবে। ট্রেনে আগুন দিয়ে আন্দোলন করছে নাকি মানুষ মারছে তার আপনারা বিচার করবেন। দ্রব্যমূল্য বেড়েছে, এটা সারা বিশ্বে করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে। এটা স্বাভাবিক হয়ে যাবে। আমরা আগামীতে ক্ষমতায় গেলে চেষ্টা করব দ্রব্যমূল্য কমাতে। সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের ঘর, সবকিছুই দিয়েছে, এখন আপনার সরকারকে কী করবেন সেটি দেখব।
বটতলী ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক এম, এ মালেক, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা রাশেদ রিভেল, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার, উপজেলা ছাত্রলীগ নেতা আলী আজগরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
ভূমি মন্ত্রী বলেন, আমি মন্ত্রী হলেও সারা বছর আপনাদের সাথে ছিলাম, আগামীতেও পাবেন। নতুন ভোটাররা তাদের প্রথম ভোটটা যেন মুক্তিযুদ্ধের পক্ষে নৌকায় পড়ে।
মন্তব্য করুন