আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আনন্দ মিছিলে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮

চট্টগ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
চট্টগ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়েছে। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে দু’পক্ষের অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলী থানা পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেল ৪টায় আনন্দ মিছিলের কর্মসূচির ঘোষণা দেন স্থানীয় আওয়ামী লীগ। এরপর জুমার নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা।

একপর্যায়ে অবস্থানরত নেতাকর্মীরা দু’পক্ষে বিভক্ত হয়ে পড়ে। পরে দু’পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও পুলিশ সদস্য মোহাম্মদ জাবেরসহ ১৮ নেতাকর্মী আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি এবং টিয়ারশেল ছোড়ে। পরে পুলিশ সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, সরকারের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে আমাদের আনন্দ মিছিলের ঘোষণা করা হয়। কিন্তু একই স্থানে আরেক দল পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আমাদের কর্মসূচিটি স্থগিত করে শুক্রবার বিকেলে পালন করার উদ্যোগ নিই। এরপর তারা আবারও পাল্টা কর্মসূচির ঘোষণা দেন একই স্থানে। বিকেলে আমাদের নেতাকর্মীরা জড়ো হলে আমাদের ওপর হামলা করে তারা। হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যপক এম.এ মান্নান চৌধুরী, বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অজিত কুমার দাশ, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজু উদ্দিন, যুবলীগ নেতা সাইফুদ্দিনসহ ১৩ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে গতকাল আমরা আনোয়ারা সদরে কর্মসূচি দিয়েছিলাম। একই সময়ে সদরে তারাও কর্মসূচি দেওয়ার কারণে আমরা সেটি চাতরী চৌমুহনী বাজারে নিয়ে আসি। আজ শুক্রবার বিকেলে কাফকো সেন্টারে আমার সমর্থকরা কর্মসূচি ঘোষণা করলে তারাও একই সময়ে কর্মসূচি ঘোষণা করে। কর্ণফুলী থানার ওসির উপস্থিতিতে এ ঘটনাটি ঘটে। এতে মোহাম্মদ টিপুসহ আমার ৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।

কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি এবং টিয়ারশেল ছোড়ে। দু’পক্ষের সংঘর্ষে আমাদের এক পুলিশ সদস্যও গুরুতর আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃসংবাদ দিলো তিতাস গ্যাস

যথাযোগ্য মর্যাদায় ‘বুদ্ধিজীবী দিবস’ ও ‘বিজয় দিবস’ পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে ২ পাচারকারী আটক

ফিক্সিংয়ের প্রস্তাব; গ্রেপ্তার সাকিবদের মালিক

মার্কিন উপকূলে ইরানের যুদ্ধজাহাজ, আকাশে উড়ছে ড্রোন!

নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশের

বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি

জিএমপির ডিসি কার্যালয়ের সামনে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আ.লীগের চরিত্র বদলায়নি : জামায়াত আমির

২৫ মার্চ কালরাতে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন কবি হেলাল হাফিজ

১০

বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু

১১

চাল কিনতে বাড়ি থেকে বের হন দুই বোন, অতঃপর...

১২

আ.লীগকে নিহতদের পরিবারের কাছে যেতে বললেন জামায়াত আমির

১৩

তুরস্কের ১৬ সদস্যের প্রতিনিধির সঙ্গে গুলশানে বিএনপির বৈঠক চলছে

১৪

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি : মির্জা ফখরুল

১৫

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতা গ্রেপ্তার

১৭

কবি হেলাল হাফিজ আর নেই

১৮

দুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল-তাসনিয়া ফারিণ

১৯

বিশ্ব ইজতেমা ঘিরে টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার

২০
X