হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাঁইজির গুরুকুল আশ্রমসহ বসতবাড়ি পদ্মায় বিলীন

পদ্মায় বিলীন হয়ে গেছে সাঁইজির গুরুকুল আশ্রমসহ বসতবাড়ি। ছবি : কালবেলা
পদ্মায় বিলীন হয়ে গেছে সাঁইজির গুরুকুল আশ্রমসহ বসতবাড়ি। ছবি : কালবেলা

উজান থেকে নেমে আসা বন্যার পানির তীব্র স্রোত আর টানা বর্ষণে পদ্মা নদী টুইটম্বর হয়ে তীর উপচে পানি প্রবেশ করেছে মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে। পানির তীব্র স্রোতে আবারো দেখা দিয়েছে পদ্মার ভাঙন।

উপজেলা হারুকান্দী এলাকায় প্রবল স্রোতে নদী তীরবর্তীতে লালন সাঁইজির ভক্তদের মিলনমেলার গুরুকুল আশ্রমের ঘরসহ দুটি বসতভিটা, বিভিন্ন আসবাবপত্র পদ্মায় বিলীন হয়ে গেছে।

সোমবার (১৫ জুলাই) সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহিনুর রহমান। তিনি বলেন, আমি ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছি। বর্তমানে নদীর পাড় পানির নিচে অবস্থান করছে বিধায় এ সময় জিও ব্যাগ ডাম্পিং করলে তা কার্যকর হবে না। কাজ করার উপযোগী হলেই আমরা আপদকালীন জরুরি ভিত্তিতে কাজ শুরু করব।

এর আগে রোববার (১৪ জুলাই) দুপুরের দিকে ভাঙন শুরু হয়।

উপজেলার হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার হারুকান্দি ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পদ্মার তীরবর্তীতে অবস্থিত লালন সাঁইজির ভক্তদের মিলনমেলার আশ্রয়স্থল গুরুকুল আশ্রম। এখানের ঘরসহ বসতভিটার অর্ধেক ও একই গ্রামের মো. চুন্নু মিয়া এবং মো. নান্নু মিয়ার বসতবাড়ির অর্ধেকসহ দুটি ঘর ও আসবাবপত্র পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে।

হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, গুরুকুল আশ্রমের ঘরসহ আরও দুই বাড়ি ও ঘর বিলীন হয়ে গেছে। আমি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি এবং লিখিতভাবেও আবেদন করব। যেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা যায়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন কালবেলাকে বলেন, নদীভাঙনের খবর পেয়ে আমার উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। ভাঙনকবলিত হারুকান্দি এলাকাটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে বেশিরভাগ অংশে নদীর পাড় পানির নিচে অবস্থান করে। ফলে এ সময় জিও ব্যাগ ডাম্পিং করে সুফল পাওয়া যাবে না।

তিনি বলেন, এ মুহূর্তে পদ্মা নদীর পানি স্থিতি আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, খুব শিগগির পদ্মার পানি কিছুটা হ্রাস পাবে। আমরা পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ রেখেছি। বন্যার পানি কিছুটা স্বাভাবিক হয়ে আসা মাত্র আমরা জিও ব্যাগ ডাম্পিং করে মেরামত কাজ বাস্তবায়ন করব।

প্রকৌশলী মাঈন উদ্দীন আরও বলেন, ইতোমধ্যে আমরা আন্দারমানিক ঘাট এলাকার উজানে ও ভাটিতে জিও ব্যাগ ডাম্পিং করেছি। এ ছাড়া কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী এলাকায় ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৩৬ মিটার এলাকা আপদকালীন জিও ব্যাগের কাজ হাতে নিয়েছি। পদ্মার পানি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে আমরা হরিরামপুরের আরও কিছু জায়গায় মেরামত কাজ বাস্তবায়ন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১০

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১১

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১২

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৩

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৪

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৫

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

১৬

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

১৭

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

১৮

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

১৯

বিএনপির ২৭ নেতাকে দুঃসংবাদ

২০
X