রাজশাহীর পবা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে পবা উপজেলার দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম মুরারীপুর এলাকার পাতান আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে ভোরে নুরুল ইসলাম বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তারপর আরেক পায়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নুরুলের পরিবার খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দামকুড়া থানার ওসি মাইনুল বাশার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন