মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপান করা নিয়ে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের হাতাহাতি

যশোরে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের হাতাহাতি। ছবি : কালবেলা
যশোরে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের হাতাহাতি। ছবি : কালবেলা

যশোরে দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিএসবিসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) দুপুরে মনিরামপুর উপজেলা পরিষদ হলরুমের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গরিব ও দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এবং উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ছিলেন বিশেষ অতিথি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।

জানা যায়, অনুষ্ঠান চলাকালে হলরুমের বারান্দায় ধূমপান করা নিয়ে দুই জনপ্রতিনিধির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা দুপক্ষের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। হট্টগোল শুনে মঞ্চ থেকে নেমে আসেন উপজেলা চেয়ারম্যান। এগিয়ে আসেন সংসদ সদস্যর নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম ও ডিএসবির এএসআই ফিরোজ হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মারধরের শিকার হন এমপির নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম।

এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে ডিএসবি এএসআই ফিরোজ হোসেনও হামলার শিকার হন। এ ছাড়া দুপক্ষের মধ্যে হামলার ঘটনায় আহত হন ছাত্রলীগের এসএম বাপ্পী, আবু বক্কর, সালেহ, রিয়াদ হোসেন, আলী কদর, পরশসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৫ জন মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস নিশ্চিত করেন।

এদিকে, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, সহকারী পুলিশ সুপার আবু দাউদসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী কালবেলাকে বলেন, যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় বিকেলে আমার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে।

অবশ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলছেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, অনুষ্ঠান চলাকালে হলরুমের বারান্দায় সংসদ সদস্যের ভাইপো পরিচয়দানকারী রিয়াদ হোসেন নামে এক যুবক ধূমপান করছিল। তাকে নিষেধ করায় আমার কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় তারা আমার তিন কর্মীকে মারধর করে আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি এ বি এম মেহেদি মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

চট্টগ্রামে পুলিশের বাধায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধ এবং এসপি-ওসির প্রত্যাহারের দাবি সনাতন ধর্মাবলম্বীদের

নুসরাত, অপু, জায়েদ খানসহ ১৭ নায়ক-নায়িকার নামে মামলা

জয়ের পর নাচলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী, দেখুন ছবিতে

‘স্বাধীনতার পর এই প্রথম সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে’

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে 

কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার 

ইউএনওর উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু

১০

দাম কমেছে আলু ও পেঁয়াজের

১১

দ্বিতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই মার্ক কার্নি

১২

পাকিস্তানের শিমলা চুক্তি স্থগিতের হুমকি কেন গুরুত্বপূর্ণ?

১৩

কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণা

১৪

কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

১৫

জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর

১৬

সাদমানের সেঞ্চুরির আনন্দে ছেদ, জিম্বাবুয়ের জোড়া আঘাত

১৭

তারিক সিদ্দিকীর মেয়ে বুশরাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

১৯

গুলশানে সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক

২০
X